Thursday, April 25, 2024
কলকাতা

লেনিন এবং কার্ল মার্ক্স সরণির নাম বদলে নেতাজি, প্রফুল্লচন্দ্রের নামে রাখার দাবি তথাগত রায়ের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: রবিবার নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৫তম জন্মজয়ন্তী। নেতাজি প্রেমীদের অভিযোগ, নেতাজিকে যোগ্য সম্মান দেওয়া হয়নি। এমন অভিযোগ করেছেন খোদ নেতাজি কন্যা অনিতা বসুও। উল্লেখ্য, এদিনই ইন্ডিয়া গেটে নেতাজির হলোগ্রাম মূর্তির উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এর মধ্যেই লেনিন সরণির এবং খিদিরপুরের কার্ল মার্ক্স সরণির নাম বদলের দাবি জানিয়েছেন প্রাক্তন ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায়। স্বর্ণদীপ্ত নন্দী নামে জনৈক এক ব্যক্তি টুইটারে লিখেছেন, কলকাতার লেনিন সরণীর নাম পরিবর্তন করে নেতাজি সুভাষ চন্দ্র বসু সরণী করা হোক কারণ লেনিন বিদেশি ও বহিরাগত।

পোস্টটিতে মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, ফিরহাদ হাকিম সহ তথাগত রায়কে ট্যাগ করেন স্বর্ণদীপ্ত নন্দী।

ওই টুইটের স্ক্রিনশট নিজের ফেসবুকে পেজে পোস্ট করে তথাগত রায় লিখেছেন, কলকাতায় নেতাজী সুভাষ রোড ও টালিগঞ্জে নেতাজী সুভাষচন্দ্র বোস রোড রয়েছে। লেনিন সরণির এবং খিদিরপুরের কার্ল মার্ক্স সরণির নাম নিশ্চয়ই বদলানো উচিত। কলকাতায় সর্দার প্যাটেল, আচার্য দেবপ্রসাদ ঘোষ, প্রফুল্লচন্দ্র সেন ইত্যাদির নামে কোনো রাস্তা নেই, এঁদের নামে রাস্তা হতে পারে।