Wednesday, April 17, 2024
দেশ

রাস্তায় ঈদের নামাজ পড়া হলে থানাতেও জন্মাষ্টমী পালন হওয়া উচিত

লখনউ: উত্তরপ্রদেশের প্রাক্তন সমাজবাদী সরকার অখিলেশ যাদব রাজ্যে বেশ কিছু জায়গায় জন্মাষ্টমী পালন করা নিষিদ্ধ করেছিল৷ এবার জন্মাষ্টমী প্রসঙ্গে মুখ খুলেছেন বর্তমান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। একটি অনুষ্ঠানে তিনি বলেন, যদি ইদের সময় রাস্তায় নামাজ পড়া বন্ধ না করতে পারেন তাহলে থানাগুলিতেও জন্মাষ্টমী পালন বন্ধ করার অধিকার তাঁর নেই।

শিবভক্তদের বার্ষিক তীর্থযাত্রা বা কানওয়ার যাত্রায় মাইক ব্যবহারে নিষেধাজ্ঞার বিষয়টি নিয়ে তিনি আদিত্যনাথকে বলেন কানওয়ার যাত্রায় বাজনা বাজবে না, ঢোল বাজবে না, চিমটে বাজবে না, লোকজন নাচবে না, গাইবে না তাহলে সেটা কানওয়ার যাত্রা কীভাবে হবে? এটা কানওয়ার যাত্রা, না শবযাত্রা?

মুখ্যমন্ত্রী বলেন, সকল ধর্মের মানুষের নিজেদের অনুষ্ঠান পালন করার অধিকার রয়েছে৷ তিনি আরও বলেন প্রাক্তন সরকার থানায় জন্মাষ্টমী পালন নিষিদ্ধ করেছিল তবে এবার থেকে গোটা রাজ্যে ধুমধাম করে পালন করা হবে৷