Friday, April 26, 2024
দেশ

তিন তালাক বন্ধের পর বহুবিবাহ নিষিদ্ধের দাবি

নয়াদিল্লি: লোকসভায় সম্প্রতি গত বৃহস্পতিবার তিন তালাক বিল পাস হয়েছে। আর এই বিল পাস হতে না হতেই মুসলিম সমাজে প্রচলিত বহুবিবাহও নিষিদ্ধের সরাসরি সরকারের কাছে জানিয়েছেন একজন মুসলিম আইনজীবী।

আইনজীবী ফারাহ ফায়েজ বলেন, তিন তালাক থেকেও বহুবিবাহের এই নিয়ম আরো ভয়াবহ। যদি এই প্রথাটা কোনোভাবে বন্ধ করা যায় তাহলে মুসলিম নারীরা সমাজে প্রকৃত শক্তিশালী হবেনা। তিন তালাকের এই প্রথা থেকে এখন মুসলিম নারীরা মুক্ত। মুসলিম নারীদের জন্য একটি নতুন দিকের সূচনা হল।

বহুবিবাহের শিকার রিজওয়ানা নামের এক নারীর মন্তব্য, এটা সংস্কারের একটা অংশ। এখনো পুরোটা হয়নি। ৩৩ বছর বয়সী এই নারীর কথায়, বহুবিবাহ প্রথা এখনো চালু রয়েছে। তিন তালাক না দিয়ে পুরুষরা এবার বহুবিবাহ করবেন। বহুবিবাহ বন্ধের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন এই নারী।

উল্লেখ্য, প্রথম ব্যক্তি হিসেবে ২০১৬ সালের ২৩ ফেব্রুয়ারি তিন তালাক, নিকাহ হালালা ও বহুবিবাহের বিরুদ্ধে মামলা করেছিলেন শায়রা বানু। ৩৬ বছর বয়সী ওই নারী উত্তরখণ্ডের কাশীপুরের হেমপুর দয়ার বাসিন্দা।