Friday, April 26, 2024
দেশ

‘আমাকে গুলি করলেও, বন্দে মারতম গাইব না’ বললেন আবু আজমী

চেন্নাই: তামিলনাড়ুর স্কুল কলেজ, সরকারি বেসরকারি অফিস আদালত, থেকে শুরু করে সর্বত্র ‘বন্দে মারতম’ সংগীত গাওয়া ব্যধ্যতামূলক বলে ঘোষণা করে মাদ্রাজ হাইকোর্ট।

হাইকোর্টের এই রায়ের পর মহারাষ্টের বিজেপি বিধায়কও মহারাষ্টে বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক করার দাবি জানায়।

এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করে এআইএমআইএম ও সমাজবাদী পার্টি।

সমাজবাদী পার্টির বিধায়ক আবু আজমী এটির বিরোধিতা করে বলেন, আমাকে গুলি করে মেরে ফেলতে পারেন অথবা আমি দেশ ছাড়তে রাজি, তবুও আমি বন্দে মারতম গাইব না।

অন্যদিকে ‘অল ইন্ডিয়া মজলিশ ই ইত্তেহাদুল মুসলেমিন বা এআইএমআইএম বিধায়ক ওয়ারিস পাঠান বলেন, এটা ধর্ম বিরোধী। মাথার বন্দুক রাখলে অথবা গলায় ছুরি ধরলেও তিনি বন্দে মারতম গাইবেন না।

বিজেপি বিধায়ক মাধব ভান্ডারির তাদের বিতর্কিত মন্তব্যের প্রতিক্রিয়ায় জানান, এই দুজনের বক্তব্য অনেকটাই আইএস জঙ্গীদের মতো। তাই ওরা চাইলে দেশ ছেড়ে চলে যেতে পারেন।

মহারাষ্ট্রের পরিবহণমন্ত্রী শিবসেনা দিবাকর রাওতের প্রতিক্রিয়া, ওরা দুজনেই পাকিস্থান প্রেমী, তাই ওরা দেশ ছাড়তে পারেন। কেউ তাদেরকে বাধা দেবে না।