Thursday, April 18, 2024
দেশ

ধর্ষক রাম রহিমের ডেরা থেকে বিপুল পরিমাণ কনডম-গর্ভনিরোধক উদ্ধার

দুই নারী সাধ্বীকে ধর্ষণের দায়ে ২০ বছরের কারাদণ্ডাদেশ পাওয়া বিতর্কিত ধর্মগুরু রাম রহিমের ডেরায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কনডম ও জন্মনিরোধক ওষুধ, অশ্লীল ভিডিও, যৌন উত্তেজক ওষুধ জব্দ করেছে সিবিআই।

সিবিআইয়ের প্রাক্তন ডিআইজি এম নারায়ণ (যিনি ধর্ষণ মামলার তদন্তকারী অফিসার ছিলেন) বলেন, ‘রাম রহিমের ঘরে কনডম আর গর্ভনিরোধকের বিপুল ভাণ্ডার ছিলো। ও মানসিক রোগগ্রস্ত, বন্য পশু ছাড়া আর কিচ্ছু নয়।’

মি নারায়ণ আরও জানিয়েছেন, রাম রহিমের ডেরা শুধুই সাধ্বী পরিবেষ্টিত। কিন্তু তাতেও মন ভরত না ভন্ড বাবার। প্রতিরাতে দশটার দিকে যেত ডেরার প্রধান সাধ্বীর কাছে। ‘আবদার’ থাকত নতুন অল্পবয়সি মেয়ে সাধ্বী পাঠানোর।

ডেরা থেকে ১৮ জন নাবালিকাকেও উদ্ধার করা হয়েছে। তাদের উপরেও যৌন নির্যাতনের চালানো হয়েছিল কি না, জানার জন্য ডাক্তারি পরীক্ষার নির্দেশ দেয়া হয়েছে।

নারায়ণ বলেন, যৌন নির্যাতনের কারণে ১৯৯৯ থেকে ২০০২ সালের মধ্যে অন্তত ২০০ জন নারী রাম রহিমের ডেরা ছেড়ে গিয়েছিলেন। সিবিআই তাঁদের মধ্যে মাত্র ১০ জনকে খুজে পেয়েছে। তাঁদের মধ্যে ২জন নারী ২০০২ সালে রাম রহিমের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন।