Friday, April 19, 2024
দেশ

বাম-কংগ্রেসকে হটিয়ে দ্বিতীয় স্থানে বিজেপি

কাঁথি ১৭ আগস্ট: দক্ষিণ কাঁথি উপনির্বাচনে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য। সাত পুরসভায় ভোটের ভোটের ফলাফলে দ্বিতীয় স্থানে উঠে এল বিজেপি। ফের পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান। বাম প্রার্থী উত্তম প্রধানকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এলেন সৌরিন্দ্রবাবু। কংগ্রেস যথারীতি চতুর্থ স্থানে রয়েছে।

তৃণমূল প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য ভোট পেয়েছেন ৯৫,৩৬৯ টি। বিজেপি প্রার্থী সৌরিন্দ্রমোহন জানার প্রাপ্ত ভোট ৫২,৮৪৩ টি। বাম প্রার্থী উত্তম প্রধান পেয়েছেন মাত্র ১৭,৪২৩ ভোট ৷ কংগ্রেস প্রার্থী নন্দকুমার পেয়েছেন মাত্র ২, ২৭০টি ভোট।

পূর্বে দক্ষিণ কাঁথি বিধানসভা কেন্দ্রে বিধায়কের পদে নির্বাচিত হয়েছিলেন দিব্যেন্দু অধিকারী। তবে তিনি লোকসভা নির্বাচনে জয়লাভ করে সংসদে চলে যাওয়ার পর খালি হয়ে যায় দক্ষিণ কাঁথি বিধানসভা কেন্দ্রের বিধায়কের পদটি। সেজন্যে ফের কাঁথি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের আয়োজন করা হয়৷