Friday, March 29, 2024
বিনোদন

‘টয়লেট এক প্রেম কথা’ সিনেমা দেখতে হবে সব পঞ্চায়েত প্রধানদের নির্দেশ রাজ্য সরকারের!

হরিয়ানা ১৭ আগস্ট: ‘স্বচ্ছ ভারত অভিযান’কে প্রেক্ষাপট বানিয়ে তৈরি অক্ষয় কুমারের ছবি টয়লেট-এক প্রেম কথা। দেশের বিভিন্ন প্রান্তে এখনও সব পরিবারের শৌচাগার নেই। এসব বাসিন্দাদের অধিকাংশই শৌচকর্ম করতে যান খোলা মাঠে। অনেকেই আবার শৌচাগার ব্যবহার করতে অনিহা প্রকাশ করেন। সেই প্রেক্ষাপটকে কেন্দ্র করে এই ছবি, তবে এটি শুধুমাত্র একটি সিনেমাই নয়, বরং অর্থপূর্ণ অনেক সামাজিক বার্তাকে বহন করে বলে বলে অনেকেই মনে করছেন। আবার অনেকেই মন্তব্য করেছেন এই সিনেমা শৌচাগার ব্যবহারের প্রয়োজনিতা নিয়ে বহু মানুষের মানসিকতার কিছুটা হলেও পরিবর্তন আনবে।

হরিয়ানার উন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রী ও পি ধানকার এই ছবি দেখে সিনামাটির ভূয়সি প্রশংসা করেন। আর শুধু প্রশংসা কিংবা খুশিই নন, ‘টয়লেট এক প্রেম কথা’ দেখে হরিয়ানার প্রত্যেক গ্রামের পঞ্চায়েত প্রধানদের সিনেমাটি দেখার নির্দেশ দিয়েছেন।

টয়লেট-এক প্রেম কথা

হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার জানিয়েছেন, ‘এখনও পর্যন্ত ৬১৩২টি গ্রাম পঞ্চায়েত ওপেন ডিফিকেশন ফ্রি হয়ে গিয়েছে এবং আগামী একমাসের মধ্যে আরও ২০০ থেকে ৩০০টি পঞ্চায়েতও ওডিএফ হয়ে যাবে।’