Friday, April 19, 2024
বিনোদন

দেখে নিন কী কী ফিচারস রয়েছে নতুন জিও ফোনে

বিনামূল্যে ৪জি স্মার্টফোন দিতে চলেছে রিলায়েন্স জিও। মুকেশ আম্বানি মনে করেন, সম্পূর্ণ বিনামূল্যে ফোনটি বাজারে আনলে কেউ কেউ তার অপব্যবহার করতে পারে বলে। তাই গ্রাহককে প্রথমে ১৫০০ টাকা ডিপোজিট ফি হিসাবে জমা দিতে হবে তবে ৩ বছর পরে ওই পুরো টাকাটাই ফিরিয়ে দেওয়া হবে। রিলায়েন্স জিও-র কর্ণধার মুকেশ আম্বানি বলেন, প্রায় ৫০ লক্ষ ৪জি হ্যান্ডসেট একদম বিনামূল্যে ব্যবহারকারির হাতে তুলে দেওয়া হবে। তিনি এটিকে ‘ইন্ডিয়া কা স্মার্টফোন’ উল্লেখ করলেন।

জিও- এর ফোনে কী কী ফিচার্স আছে এক নজরে দেখে নেওয়া যাক-

১. ২.৪ ইঞ্চি QVGA ডিসপ্লে

২. ৫১২ MB RAM

৩. ৪ জিবি ইন্টারনাল মেমরি

৪. ২ মেগাপিক্সেল পিছনের ক্যামেরা ও VGA ফ্রন্ট ক্যামেরা

৫. ডুয়েল সিম

৬. ‘ধন ধনা ধন’ অফারও নেওয়া যাবে এই ফোনে

৭. ফ্রি ভয়েস কল ও এমএমএস

৮. ২২টি ভারতীয় ভাষা সাপোর্টেড

৯. ভয়েস কমান্ড ফিচার

১০. FM রেডিও

১১. ওয়াইফাই

১২. জিও অ্যাপস স্টোর

১৩. ফ্লাশ লাইট

১৪. টিভি দেখার সুবিধা

১৫. ২০০০ মেগা অ্যাম্পিয়ার ব্যাটারি

আগামী ১৫ আগস্ট ফোনটির ট্রায়াল রান শুরু হবে দেশের মেট্রো শহরগুলিতে। ফোনটি অনলাইনে বুকিং করতে পারবেন ২৪ আগস্ট থেকে। বাজারে পাওয়া যাবে সেপ্টেম্বর থেকে।