Wednesday, April 24, 2024
শিক্ষাঙ্গন

উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি ভূগোল (প্রথম অধ্যায়)

বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর (MCQ)

ভূমিরূপ প্রক্রিয়া: 

১. মহাদেশ সৃষ্টি হওয়ার কারণ-
(a) আকস্মিক আলোড়ন (b) মহিভাবক আলোড়ন (c) ধীর আলোড়ন (d) গিরিজনি আলোড়ন
উত্তরঃ (b) মহিভাবক আলোড়ন

২. অবরোহণ ও আরোহণ প্রক্রিয়াকে একসঙ্গে বলা হয় –
(a) মহিভাবক প্রক্রিয়া (b) গিরিজনি প্রক্রিয়া। (c) পর্যায়ন প্রক্রিয়া (d) কোনোটিই নয়
উত্তরঃ (d) কোনোটিই নয়

৩. আবহবিকার কত প্রকার ?
(a) 4 (b) 3 (c) 5 (d) 2
উত্তরঃ (b) 3

৪. অবরোহণ প্রক্রিয়ার পর্যায়ভুক্ত প্রক্রিয়া হল-
(a) আবহবিকার (b) নদীর কাজ (C) ভৌমজলের কাজ (d) হিমবাহের কাজ।
উত্তরঃ (a) আবহবিকার

৫. মহিভাবক আলোড়ন সংগঠিত হয় –
(a) উল্লম্বভাবে (b) অনুভূমিকভাবে (c) তীর্যকভাবে (d) ক’ ও ‘খ’ উভয় ভাবে।
উত্তরঃ (a) উল্লম্বভাবে

৬. আবহবিকার ও ক্ষয়ীভবন এই দুই প্রক্রিয়াকে সম্মিলিতভাবে বলা হয় –
(a) পুঞ্জিত স্বলন (b) অবরোহণ (c) পুঞ্জিত ক্ষয় (d) নগ্নীভবন
উত্তরঃ (d) নগ্নীভবন

৭. ১৮৭৬ সালে ভূমিরূপবিদ্যার পর্যায়ন ধারণাটি সর্বপ্রথম দেন-
(a) প্র্যাট (b) গিলবার্ট (c) পেঙ্ক (d) ডেভিস
উত্তরঃ (b) গিলবার্ট

৮. অবরোহণ প্রক্রিয়া সংঘটিত হয় ভূপৃষ্ঠে –
(a) একভাবে (b) দুইভাবে (c) চারভাবে (d) তিনভাবে
উত্তরঃ (d) তিনভাবে

৯. এক বা একাধিক বক্রতল বরাবর সংঘটিত পুঞ্জিত ক্ষয়কে বলা হয় –
(a) হিমানী সম্প্রপাত (b) ভূমিধস (c) স্লাম্প (d) কর্দম প্রবাহ
উত্তরঃ (c) স্লাম্প

১০.যান্ত্রিক আবহবিকারের ফলে শিলার –
(a) রাসায়নিক পরিবর্তন (b) ভৌত পরিবর্তন (c) ভৌত ও রাসায়নিক পরিবর্তন (d) বিয়োজন ঘটে
উত্তরঃ (b) ভৌত পরিবর্তন

১১. ভূমিরূপ গঠনে প্রধান ভূমিকা পালন করে –
(a) পার্থিব প্রক্রিয়া (b) মহাজাগতিক প্রক্রিয়া (C) পর্যায়ন পক্রিয়া (d) কোনোটিই নয়
উত্তরঃ (a) পার্থিব প্রক্রিয়া

১২. যান্ত্রিক আবহবিকার লক্ষ করা যায় –
(a) উষ্ণ ও শুষ্ক মরুভূমি অঞলে (b) মেরু অঞ্চলে (c) নিরক্ষীয় অঞ্চলে (d) মৌসুমি জলবায়ু অঞ্চলে
উত্তরঃ (a) উষ্ণ ও শুষ্ক মরুভূমি অঞলে
১৩. অবরোহণ প্রক্রিয়ার ফলে সৃষ্ট একটি ভূমিরূপ হল-
(a) ক্ষয়জাত পর্বত (b) আগ্নেয় পর্বত (c) প্লাবন ভূমি (d) বাজাদা
উত্তরঃ (a) ক্ষয়জাত পর্বত
১৪. সর্বাধিক রাসায়নিক আবহবিকার ঘটে থাকে –
(a) সাভানা অঞলে (b) নিরক্ষীয় অঞলে (c) উষ্ণ মরুভূমি অঞলে (d) তুন্দ্রা অঞ্চলে
উত্তরঃ (b) নিরক্ষীয় অঞলে
১৫. আবহবিকারের ফলে আলগা শিলাচূর্ণকে বলে-
(a) স্ক্রী (b) ট্যালাস (c) রেগোসল (d) রেগোলিথ
উত্তরঃ (d) রেগোলিথ
১৬. ভূমিকম্প ও অগ্ন্যুৎপাত হল-
(a) ইউস্ট্যাটিক আলোড়ন (b) গিরিজনি আলোড়ন (c) আকস্মিক আলোড়ন (d) মহিভাবক আলোড়ন
উত্তরঃ (c) আকস্মিক আলোড়ন
১৭. ভূত্বকের পরিবর্তনে অন্তর্জাত শক্তি কাজ করে-
(a) ধীর ভাবে (b) আকস্মিকভাবে (c) ধীর ও আকস্মিকভাবে (d) ভূ-অভ্যন্তর থেকে ধাক্কা মেরে
উত্তরঃ (b) আকস্মিকভাবে