Friday, April 19, 2024
শিক্ষাঙ্গন

ইতিহাসের আয়নায় 30 আগস্ট

ইতিহাসে 30 আগস্ট।

1848- সংবাদপত্রে প্রথমবারের মত আবহাওয়া বার্তা ছাপা শুরু করে।

1858- ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ব্রিটিশ সরকার ভারতের শাসনভার গ্রহণ করে।

1867- ফরাসী কবি শার্ল বোদলেয়ার মৃত্যুবরণ করেন।

1877- কবি তরু দত্ত মৃত্যুবরণ করেন।

1886- সমাজ সংষ্কারক প্রসন্নকুমার ঠাকুর মৃত্যুবরণ করেন।

1888-  বিপ্লবী কানাইলাল দত্ত জন্মগ্রহণ করেন।

1905- বঙ্গভঙ্গ বিল পাস হয়।

1934- ক্রিকেটার বালু গুপ্ত জন্মগ্রহণ করেন।

1957- মালয়েশিয়া স্বাধীনতা লাভ করে।

1959- কলকাতায় খাদ্যের দাবিতে কৃষক মিছিলে ভারতের কংগ্রেস সরকারের গুলি চালালে ৮০ জন নিহত হয়।

1968- ভারতে তৈরী উপগ্রহ ‘রোহিনী’ আকাশপথে যাত্রা করে।

1968- ইরানের খোরাশানে মারাত্মক ভূমিকম্পে ১৮ হাজার নিহত হয়।

1975- অভিনেত্রী শ্রীলেখা মিত্র জন্মগ্রহণ করেন।

1991- সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রজাতন্ত্র কিরঘিজিস্তান স্বাধীনতা লাভ করে।

1997- মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রিন্সেস ডায়ানা মৃত্যুবরণ করেন।