Thursday, April 25, 2024
শিক্ষাঙ্গন

ইতিহাসের আয়নায় 15 অক্টোবর

আজ বিশ্ব হাত ধোয়া দিবস।

1582- ইতালি ও স্পেন গ্রেগরীয় ক্যালেন্ডার বা খ্রিষ্ট্রীয় সাল প্রবর্তিত। এর ফলে ৫ অক্টোবর ১৫ অক্টোবর হয়ে যায়।

1676- ব্রিটেনের রাজার কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কম্পানি ভারতে টাকা ও পয়সা মুদ্রণের অনুমতি লাভ করে।

1815- সেন্ট হেলেনা দ্বীপে সম্রাট নেপোলিয়নের নির্বাসনজীবন শুরু হয়।

নেপোলিয়ন বোনাপার্ট

1844- জার্মান দার্শনিক, কবি এবং ঊনবিংশ শতকের সবচেয়ে প্রভাবশালী চিন্তাবিদ ফ্রেডরিক ভিলহেলম নিটশে জন্মগ্রহণ করেছিলেন।

ফ্রেডরিক ভিলহেলম নিটশে

1892- সাহিত্য সমালোচক শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহন করেন।

1908- মার্কিন অর্থনীতিবিদ জন কেনেথ গলব্রেইথ জন্মগ্রহণ করেন।

জন কেনেথ গলব্রেইথ

1917- জার্মানদের পক্ষে গোয়েন্দাগিরির অভিযোগে ডাচ নৃত্যাশিল্পী মাটা হ্যারিকে ফায়ারিং স্কোয়াডে গুলি করে হত্যা করা হয়।

মাটা হ্যারি

1918- ভারতীয় ধর্মগুরু যোগী শিরডি সাই বাবা মারা যান।

শিরডি সাই বাবা

1920- মার্কিন কথাসাহিত্যিক মারিও পুজো জন্মগ্রহণ করেন।

মারিও পুজো

1923- ইতালীয় লেখক ইতালো কালভিনো জন্মগ্রহণ করেন।

ইতালো কালভিনো

1926- ফরাসি সমালোচক ও প্রাবন্ধিক মিশেল ফুকো জন্মগ্রহণ করেন।

মিশেল ফুকো

1931- বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ও ভারতীয় প্রজাতন্ত্রের একাদশ তম রাষ্ট্রপতি ড. এ পি জে আবদুল কালাম জন্মগ্রহণ করেন।

ড. এ পি জে আবদুল কালাম

1938- বুদ্ধির মুক্তি আন্দোলনের প্রবক্তা আবুল হোসেন মৃত্যুবরণ করেন।

পিয়েরে লাভাল

1945- ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী পিয়েরে লাভালের মৃত্যুদন্ড কার্যকর করা হয়।

পিয়েরে লাভাল

1946- জার্মানির ন্যুরেমবার্গে যুদ্ধবন্দিদের প্রাণদণ্ড দেওয়া হয়।

1946- ফিল্ড মার্শাল হারম্যান গোয়েরিং আত্মহত্যা করেন। দ্বিতীয় যুদ্ধপরাধের দায়ে তার প্রাণদন্ড কার্যকর কয়েক ঘন্টা আগে তিনি আত্মহত্যা করেন।

হারম্যান গোয়েরিং

1964- চীন প্রথম পারমাণবিক বোমা পরীক্ষা করে এবং বিশ্বের পঞ্চম পরমাণু শক্তিধর দেশ হিসেবে গণ্য হয়।

1964- রক্ষণশীলদের পরাজিত করে ১৩ বছর পর ব্রিটেনে লেবার পার্টি ক্ষমতারোহন করে।

1964- নিকিতা ক্রুশ্চেভ সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রপ্রধানের পদ থেকে অপসারিত হয়।

নিকিতা ক্রুশ্চেভ

1969- সোমালিয়ার প্রেসিডেন্ট আবদুর রশিদ আলী শেরমারকি আততায়ীর গুলিতে নিহত হয়।

আবদুর রশিদ আলী

1985- সোভিয়েত প্রধানমন্ত্রী মিখাইল গর্বাচেভ অর্থনৈতিক সংস্কারনীতি ‘পেরেস্ত্রইকা (পুনর্গঠন)’ ঘোষণা করেন।

মিখাইল গর্বাচেভ

1993- নেলসন ম্যান্ডেলা এবং ডি ক্লার্ক উভয়ে নোবেল শান্তি পুরস্কার পান।

নেলসন ম্যান্ডেলা
ডি ক্লার্ক

1995- সোভিয়েত ইউনিয়নের পতনের পর প্রথম রাশিয়া ও কিউবার মধ্যে বাণিজ্য চুক্তি স্বাক্ষর।

1999- অভ্যুত্থানের দু’দিন পর পাকিস্তানে জরুরি অবস্থা জারি এবং জেনারেল মোশাররফ নিজেকে দেশের প্রধান নির্বাহী ঘোষণা করে।

জেনারেল মোশাররফ

2008- সুইডেনের স্টকহোমে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার মোর্চা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ ফর হ্যান্ডওয়াশিং সর্বপ্রথম হাত ধোয়া দিবসটি পালন করে।