Monday, November 17, 2025
আন্তর্জাতিক

বাংলাদেশে ধর্ম অবমাননার মিথ্যে গুজব তুলে ৬ হিন্দু বাড়িতে ভাঙচুর-আগুন

ঢাকা: ধর্ম অবমাননার মিথ্যে গুজব তুলে বাংলাদেশের কুমিল্লায় হিন্দুদের কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। এই ঘটনার কয়েকদিন আগেই একই কারণে লালমনিরহাটে একজনকে পিটিয়ে ও আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে।

ফেসবুকে ধর্ম অবমাননার গুজবে রবিবার কুমিল্লার মুরাদনগরে হিন্দু ধর্মবলাম্বীদের কয়েকটি বাড়িতে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই ঘটনার পেছনে সংঘবদ্ধ কোন গোষ্ঠী রয়েছে বলে পুলিশ ধারণা করছে।

বাংলাদেশ সরকার বলছে, গুজব ছড়িয়ে উস্কানি দেওয়ার জন্য এসব ঘটনা ঘটানো হচ্ছে এবং এর বিরুদ্ধে তারা কঠোর ব্যবস্থা নেবে। সরকারের তরফে জনসাধারণকে কোন ধরনের গুজব বা উস্কানিমূলক বক্তব্যে কান না দেয়ার অনুরোধ করা হয়েছে।

লালমনিরহাটে হত্যার পেছনে ধর্ম অবমাননার কোনও প্রমাণ মেলেনি বলে জানিয়েছেন জেলা প্রশাসনের তদন্ত কমিটির প্রধান। গত গত বৃহস্পতিবার সন্ধ্যায় বুড়িমারী কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র কোরআন অবমাননার অভিযোগ তুলে একজনকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়।

তবে কোরআন অবমাননার মতো কোনও ঘটনা ঘটেনি জানিয়ে তদন্ত কমিটির প্রধান টি এম এ মমিন। তিনি বলেন, সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে আমরা এটা নিশ্চিত হয়েছি যে ওই মসজিদে কোরআন বা ধর্ম অবমাননার মতো কোনও ঘটনা ঘটেনি।