১ অক্টোবর নাগরিক সম্মেলনে এনআরসি নিয়ে ভাষণ দিতে কলকাতায় আসছেন অমিত শাহ
কলকাতা: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দ্বিতীয়বার মোদী সরকার ক্ষমতায় আসার পর এই প্রথম পশ্চিমবঙ্গ সফরে আসছেন। ১ অক্টোবর কলকাতায় একটি নাগরিক সম্মেলনে ভাষণ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে তিনি এনআরসি বক্তব্য রাখবেন বলে জানা গেছে। ২০১৯ লোকসভা নির্বাচনে বাংলায় গেরুয়া শিবিরের দুর্দান্ত পারফরম্যান্সের পর এই প্রথম কলকাতায় আসছেন অমিত শাহ। এই সফরে তিনি কয়েকটি দলীয় সভায়ও যোগ দেবেন। একটি দুর্গাপুজো মণ্ডপের উদ্বোধন করারও সম্ভাবনা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।
সংবাদসংস্থা আইএনএসকে বিজেপি জাতীয় সম্পাদক রাহুল সিনহা জানিয়েছেন, অমিত শাহ ১ অক্টোবর কলকাতায় আসবেন। আমরা এখনও এই সফরের চূড়ান্ত বিষয়গুলি ঠিক করছি। তিনি কলকাতায় এসে একটি নাগরিক সম্মেলনে এনআরসি সংক্রান্ত বক্তব্য রাখবেন। পাশাপাশি তাঁর এই সফরে কিছু অভ্যন্তরীণ দলীয় বৈঠক করারও কথা রয়েছে।
রাহুল সিনহা এও বলেন, ওই নাগরিকদের সমাবেশ কোথায় হবে তা এখনও ঠিক হয়নি। পাশাপাশি অমিত শাহ দুর্গাপুজোর কোন পুজো মণ্ডপটি উদ্বোধন করবেন সে বিষয়েও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হুঁশিয়ারি দিয়ে বলেন, গোটা ভারত জুড়েই এনআরসি করা হবে এবং সমস্ত অবৈধ অনুপ্রবেশকারীকে আইনি উপায়ে দেশ থেকে বিতাড়িত করা হবে। তিনি আরও বলেন, ২০১৯ লোকসভা ভোটে রায়দানের মধ্য দিয়েই দেশজুড়ে এনআরসি করায় অনুমোদন দিয়েছে দেশের মানুষ।
রাঁচিতে একটি জনসভায় অমিত শাহ বলেন, নির্বাচনী ইস্তেহারে আমরা দেশবাসীকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, শুধুমাত্র অসমে নয়, দেশজুড়েই আমরা এনআরসি করব। দেশের মানুষের একটি রেজিস্টার তৈরি করব এবং আইন অনুযায়ী, অবৈধ অনুপ্রবেশকারীদের দেশ থেকে বিতাড়িত করব।