বিজেপি যোগদানের জল্পনা বাড়িয়ে ১৯ নভেম্বর মেগা শোয়ের ঘোষণা শুভেন্দুর
নন্দীগ্রাম: ধীরে ধীরে তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়ছে রাজ্যের পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারীর। তৃণমূলের তরফে সমস্যা মেটানোর চেষ্টা করেও কোনও লাভ হয়নি। এবার ফের বিস্ফোরক মন্তব্য করলেন শুভেন্দু। সাফ বুঝিয়ে দিলেন, কোনও ভাবেই তাঁকে আর ফেরানো যাবে না।
শনিবার রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরির এলাকায় বন্ধুমহল ক্লাবের কালীপুজোর উদ্বোধনে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, রামনগর নিয়ে বলার জন্য অনেকে বলেছিলেন। কিন্তু যা বলতে হয়, তা করতে নেই। আর যা করতে হয়, তা বলতে নেই।
এর পরেই তিনি বলেন, আগামী ১৯ নভেম্বর আমার একটি মেগা শো আছে রামনগরের আর এস ময়দানে। সমবায় সপ্তাহ নিয়ে। ওখানে অনেক সময় পাব। তখন বলব। বলার সুযোগও পাব।
শুভেন্দু অধিকারী বলেন, ভালো সময়ে কম আসি। খারাপ সময়ে আমাকে পাশে পাবেন। পাশাপাশি, এদিন অনুষ্ঠানের উপস্থিত সকলকে শ্রী শ্রী কালীপুজো ও দীপাবলির শুভেচ্ছা জানান তিনি।


