Monday, November 17, 2025
রাজ্য​

আমি ১৪টি ভাষা জানি, তাও গর্ব করি না: মমতা

কলকাতা: কবিতা লিখতে ভালোবাসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কাব্যপ্রতিভার কথা সকলেরই জানা। ছবিও আঁকেন তিনি। আবার সুরুচির থিম সং লেখেন তিনি। বরাবরই বিভিন্ন প্রাসঙ্গিক মুহূর্ত তুলিতে বা কলমে তুলে ধরেন মমতা। এবার জানা গেল মুখ্যমন্ত্রীর ১৪টি ভাষা জ্ঞানের কথা।

মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী দাবি করেন, তিনি একাধিক ভাষায় কথা বলতে পারেন। কিন্তু সেজন্য তাঁকে ‘পাবলিসিটি’ করতে হয় না। তাঁর কথায়, বাংলাকে টার্গেট করা হচ্ছে। কেননা বাংলার ভোট আসছে। মমতা বলেন, আমি গুজরাটি ভাষায় কথা বলতে পারি। আর আমি গুজরাটি ভাষা লিখে নেব আমার ভাষায়। আমি সেটা পড়ে বক্তৃতা দেব।

মুখ্যমন্ত্রী জানান, আমি ভিয়েতনামের ভাষা জানি। হ্যাঁ, আমি যখন ভিয়েতনামে গিয়েছিলাম। তখন আমি ভিয়েতনামের ভাষা শিখেছিলাম। আর রাশিয়ার ভাষা কিছু জানি। আমি তিনবার রাশিয়ায় গিয়েছি। আমি শিখেছি একটু। নাগাল্যান্ডে অনেকদিন কাজ করায় আমি নাগামিজ জানি।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি মণিপুরী ভাষা জানি, অসমিয়া ভাষা জানি, আমি ওড়িয়া ভাষা জানি, আমি পাঞ্জাবি ভাষা জানি, আমি মারাঠি ভাষা জানি, আমি বাংলা জানি। আমি হিন্দি জানি, আমি উর্দু জানি, আমি গোর্খা জানি, আমি নেপালি জানি, তাই বলে এটা নিয়ে আমি কখনও গর্ব করি না। বরং কোনও রাজ্য গিয়ে তাঁদের ভাষার কথা বলতে পারলে গর্ব হয়। এর জন্য পাবলিসিটি করি না।

এরপরই চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, কেউ চ্যালেঞ্জ জানাবেন নাকি? যে কোনও রাজ্যের যে কোনও ভাষা, যে ভাষাগুলি আমি আপনাদের বললাম? হ্যাঁ, আমি একটু-আধটু জানি।