উত্তরপ্রদেশের পর এবার হরিয়ানাতে ‘লাভ জিহাদ’ রুখতে আসছে কড়া আইন
চন্ডীগড়: ইতিমধ্যেই ‘লাভ জিহাদ’ রুখতে কড়া আইন আনার কথা ঘোষণা করেছে উত্তরপ্রদেশের যোগী সরকার। এবার হরিয়ানাতেও ‘লাভ জিহাদ’-এর বিরুদ্ধে আনা হচ্ছে কড়া আইন। রবিবার এমনটাই জানিয়েছেন হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজ।
এদিন অনিল ভিজ টুইটে জানিয়েছেন, লাভ জিহাদের বিরুদ্ধে আইন আনার কথা ভাবছে তাঁর সরকার। হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার বলেছেন, উত্তরপ্রদেশের মতো তাঁর সরকারও ‘লাভ জিহাদ’ রুখতে আইন আনার চিন্তাভাবনা শুরু করেছে। তবে কোনও নির্দোষ ব্যাক্তি যাতে শাস্তি না পান সেটাও দেখা হবে বলে জানিয়েছেন তিনি।
খাট্টার বলেন, যেহেতু বল্লভগড়ের ঘটনায় লাভ জিহাদের প্রসঙ্গ উঠছে, তাই ভবিষ্যতে এ ধরনের ঘটনা রুখতে দোষীদের উপযুক্ত শাস্তি দিতে আইন আনার পরিকল্পনা করছে তাঁর সরকার।
গত ২৬ অক্টোবর হরিয়ানায় বল্লভগড়ে নিকিতা তোমর নামে এক কলেজ ছাত্রীকে খুনের অভিযোগ ওঠে তৌসিফ নামে এক মুসলিম যুবকের বিরুদ্ধে। সেই ঘটনার প্রতিবাদে উত্তাল হরিয়ানা-সহ রাজধানী দিল্লি। এখনও চলছে বিক্ষোভ প্রতিবাদ। লাভ জিহাদের কারণে এই খুন বলে অভিযোগ উঠেছে।
উল্লেখ্য, শনিবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘোষণা করেন, যারা মেয়েদের সম্মান করবে না তাদের ‘রাম নাম সত্য হবে’। লাভ জিহাদের বিরুদ্ধে শীঘ্রই আইন আনছে রাজ্য সরকার।
প্রসঙ্গত, এলাহাবাদ হাইকোর্ট সম্প্রতি রায় দিয়েছে, কেবলমাত্র বিয়ের জন্য ধর্ম পরিবর্তন করা যাবে না। সেই রায়কে হাতিয়ার করেই সরব হয়েছে যোগী সরকার।


