Thursday, September 19, 2024
কলকাতা

স্বপ্নদীপের রহস্যমৃত্যুর ঘটনায় গ্রেফতার হোস্টেলের আরও ২ বোর্ডার

কলকাতা ট্রিবিউন ডেস্ক: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর রহস্যমৃত্যুর ঘটনায় আরও দুজনকে গ্রেফতার করলো পুলিশ। রবিবার সকালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র দীপশেখর দত্ত ও সমাজবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মনতোষ ঘোষকে গ্রেফতার করা হয়। 

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত দীপশেখর বাঁকুড়ার বাসিন্দা ও মনতোষ হুগলির আরামবাগ এলাকার বাসিন্দা। তাদের লালবাজার সেন্ট্রাল লকআপে রাখা হয়েছে।

স্বপ্নদীপের বাবা রামপ্রসাদ কুণ্ডু অভিযোগ করেছিলেন, সিনিয়ররাই র‌্যাগিং করে খুন করেছে তার ছেলেকে। তার অভিযোগের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী সৌরভ চৌধুরীকে গ্রেফতার করেছিল পুলিশ। শনিবার রাতভর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। বয়ানে একাধিক অসঙ্গতি পাওয়া যায়। পাশাপাশি, জেরায় উঠে আসে দীপশেখর এবং মনতোষের নাম। এবার গ্রেফতার করা হলো তাদের।