পাকিস্তানে মাটি খুঁড়ে সন্ধান মিলল ১,৩০০ বছর পুরনো বিশালাকার বিষ্ণু মন্দিরের
ইসলামাবাদ: প্রায় ১,৩০০ বছরের পুরনো বিশাল বিষ্ণু মন্দিরের সন্ধান মিলল পাকিস্তানে। সোয়াত জেলায় (Swat District) খননকার্য চালানোর সময় বিষ্ণু দেবতার এই মন্দিরটির সন্ধান পান প্রত্নতত্ত্ববিদরা। পাকিস্তান ও ইতালির আর্কিওলজিস্টদের যৌথ প্রচেষ্টায় এই মন্দিরটির সন্ধান পাওয়া গিয়েছে।
জানা গিয়েছে, ওখানে খোদাইয়ের কাজ চলছিল। তখনই সন্ধান মেলে প্রাচীন এই মন্দিরটির। মন্দিরটির কারুকাজ ও খোদাই দেখে ভূতত্ত্ববিদ ও স্থানীয় হিন্দুদের ধারণা, এটি অন্তত ১,৩০০ বছরের পুরনো।
বৃহস্পতিবার খাইবার পাখতুখাওয়ার ভূতত্ত্ব বিভাগের ফাজল খালিদ বিষ্ণু মন্দিরের সন্ধান পাওয়ার কথা জানান। তিনি বলেন, এটি একটি বিষ্ণু মন্দির। হিন্দু শাহী আমলে সুবিশাল এই মন্দির নির্মাণ করা হয়েছিল। হিন্দু সম্রাট বানিয়েছিল এটি।
তবে শুধু মন্দির নয়, খোদাইয়ের সময় সেনা ছাউনি এবং ওয়াচটাওয়ারের সন্ধানও পেয়েছে ভূতত্ত্ববিদরা। খুঁজে পাওয়া গিয়েছে একটি জলাশয়ও। ধারণা করা হচ্ছে, পুজো দেওয়ার আগে ওই জলাশয়ে স্নান করা হতো।
সোয়াত জেলায় এর আগেও বহু প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গিয়েছে। হিন্দু রাজত্বের প্রমাণ প্রথম এই এলাকা থেকেই পাওয়া গিয়েছে। গান্ধারা সভ্যতার প্রথম নির্দশনও এই জেলা থেকেই পাওয়া গিয়েছিল। এই এলাকায় বৌদ্ধ ধর্মেরও বহু নিদর্শন পাওয়া গিয়েছে।


