সদ্যোজাত শিশুকন্যাকে ফেলে গেলেন মা, পরম স্নেহে পাহারা দিল মা কুকুর

কলকাতা ট্রিবিউন ডেস্ক: কুকুরের বিশ্বস্ত প্রাণী খুঁজে পাওয়া বিরল। কুকুরের প্রভু ভক্তির নজির জগৎ খ্যাত। এবার ফের একবার কুকুরের সেই রুপটি সামনে এল। শিশুকন্যা হওয়ায় ফেলে দিয়ে গিয়েছিল মা। পরম স্নেহে সেই একরত্তি শিশুকন্যাকে রাতভর আগলে রাখল আর এক মা। এই ঘটনায় বিস্মিত গোটা গ্রাম। ছত্তীসগঢ়ের মুঙ্গেলী জেলার সরিসতাল গ্রামে ঘটেছে এই ঘটনা।

সকালে মাঠের ধারে ঝোপের মধ্যে থেকে শিশুর কান্নার আওয়াজ পান গ্রামবাসীরা। ঝোপের কাছে পৌঁছতেই চমকে ওঠেন তাঁরা। সম্পূর্ণ নগ্ন অবস্থায় শুয়েছিল শিশুটি। তখনও নাড়ি জুড়ে ছিল সদ্যোজাতের দেহে। শিশুটিক পাশে প্রহরী হয়ে বসে ছিল মা কুকুরটি। শিশু কন্যার গায়ে এক ফোঁটা আঁচড় লাগতে দেয়নি সে।

এরপরেই স্থানীয়রা পুলিশে খবর দেন। বাচ্চাটি কে ফেলে দিয়ে গেছে তা তদন্ত করে দেখছে।

সরিসতাল গ্রাম পঞ্চায়েতের সদস্য মুন্নালাল প্যাটেল বলেন, “সকাল ১১ টা নাগাদ আমরা কাজের জন্য বেরিয়েছিলাম। তখন হঠাৎই মাঠের ধারে শিশুর কান্নার আওয়াজ পেয়ে সেখানে যাই। গিয়ে দেখি একটি সদ্যোজাত শিশুকন্যা কুকুরের পাশে শুয়ে। মা কুকুর এবং তার বাচ্চাও ছিল সেখানে। রাতভর শিশুটিকে আগলে রেখেছিল কুকুরটি। আমরা পুলিশ এবং স্বাস্থ্য দফতরকে খবর দিই। ওরা এসে শিশুটিকে উদ্ধার করে নিয়ে গেছে।”