Wednesday, November 19, 2025
দেশ

রাস্তায় নোংরা বা থুথু ফেললেই ১ হাজার টাকা তাৎক্ষণিক জরিমানা, এভাবেই শহর পরিচ্ছন্ন রাখছে ভোপাল

ভোপাল: শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও সুন্দর রাখতে কঠোর পদক্ষেপ নিল ভোপাল পৌর কর্পোরেশন। রাস্তায় ময়লা ফেললেই তাৎক্ষণিক জরিমানা করা হচ্ছে। রাস্তায় ময়লা ফেললে ১০০০ টাকা জরিমানা দিতে হবে। শহরকে পরিষ্কার-পরিচ্ছন্নতায় এক নম্বর করার প্রস্তুতি নিয়েছে পৌর কর্পোরেশন।

গত বছর বর্জ্য নিষ্পত্তি না করায়, পরিচ্ছন্নতার ক্ষেত্রে ভোপাল দ্বিতীয় স্থানে চলে আসে। মধ্যপ্রদেশের অন্য শহর, ইন্দোর প্রথম স্থান অধিকার করে। এবার শহরকে এক নম্বরে আনতে কর্পোরেশন কঠোর পদক্ষেপ নিচ্ছে। জরিমানা দ্বিগুণ করায় শহর পরিষ্কার-পরিচ্ছন্নতার দিক অনেকাই উন্নত হয়েছে।

কর্পোরেশনের কমিশনার ভিএস চৌধুরী চৌধুরী জানান, জরিমানার হার দ্বিগুণ করা হয়েছে। অর্থাৎ ৫০০-র পরিবর্তে তা ১ হাজার টাকার করা হয়েছে।

কর্পোরেশনের তরফে বলা হয়েছে, যথাস্থানে স্নান, বাসন ধোয়া এবং খোলা কাপড় ধোয়া ১০০০ টাকার জরিমানা করা হবে। খোলা জায়গায় আবর্জনা ফেললে, রাস্তার যে কোনও জায়গায় থুথু ফললে, খোলা জায়গায় প্রস্রাব করলে বা মলত্যাগ করলে স্পট জরিমানা ১০০০ টাকা করা হবে। কঠিন বর্জ্য আলাদা না রাখার জন্য, একই ডাস্টবিনে ভেজা ও শুকনো বর্জ্য রাখার জন্য ৫০০ টাকা জরিমানা করা হবে। খোলা জায়গায় আবর্জনা পোড়ালে ৫০০ টাকা জরিমানা করা হবে।