যোগী আদিত্যনাথের সঙ্গে অক্ষয় কুমারের বিশেষ বৈঠক, তীব্র কটাক্ষ শিবসেনার
মুম্বাই: মঙ্গলবার রাত ৯ টা নাগাদ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে নৈশভোজ সারেন অভিনেতা অক্ষয় কুমার। খিলাড়ি কুমারের সঙ্গে আলাপচারিতায় মগ্ন যোগী আদিত্যনাথের ছবি ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। যা নিয়ে তীব্র কটাক্ষ করল শিবসেনা।
এদিন মুম্বাইয়ের পাঁচাতারা হোটেল ট্রিডেন্টে (Trident hotel) যোগী আদিত্যনাথের সঙ্গে সাক্ষাৎ করেন অক্ষয় কুমার। মাসখানেক আগে উত্তরপ্রদেশে দেশের গৌতম বুদ্ধ নগর জেলায় দেশের বৃহত্তম ফিল্ম সিটি তৈরির ঘোষণা করেছিলেন যোগী আদিত্যনাথ, এই বিষয়েই অক্ষয় কুমারের সঙ্গে মুখ্যমন্ত্রী আলোচনা করেছেন বলে জানা গিয়েছে। নয়ডা ও গ্রেটার নয়ডা মিলিয়ে তৈরি হবে এই ফিল্ম সিটি।
মুখ্যমন্ত্রীর দফতর আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, একটি রিভিউ মিটিংয়ের পর গৌতম বুদ্ধ নগরে দেশের সবচেয়ে বৃহৎ ফিল্ম সিটি তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উনি আধিকারিকদের নির্দেশ দিয়েছে নয়ডা ও গ্রেডার নয়ডা কিংবা যুমনা এক্সপ্রেসওয়ের আশেপাশে উপযুক্ত জায়গা সন্ধান করে অ্যাকশন প্যান তৈরি করতে।
এ নিয়ে শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউত বলেন, মুম্বাই ফিল্মসিটিকে সরিয়ে অন্য জায়গায় নিয়ে যাওয়া খুব একটা সহজ কাজ নয়। দক্ষিণে যেমন একটি বড় ফিল্ম ইন্ডাস্ট্রি রয়েছে, তেমনি পাঞ্জাব এবং পশ্চিমবঙ্গেও রয়েছে। যোগীজি কি ওইসব রাজ্যের পরিচালক, প্রযোজক, অভিনেতাদের সঙ্গে বৈঠক করেছেন নাকি মুম্বাইয়ের ফিল্ম ইন্ডাস্ট্রির জায়গা পরিবর্তন নিয়েই তাঁদের মধ্যে শুধু কথা হয়েছে।
উল্লেখ্য, শুধু অক্ষয় কুমারই নয়, আরও কয়েকজন বলিউড তারকাদের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে যোগী আদিত্যনাথের। জানা গিয়েছে, টি সিরিজের কর্ণধার ভূষণ কুমার, পরিচালক তিগমাংশু ধুলিয়া, সুভাষ ঘাই, প্রযোজক বনি কাপুর, অভিনেতা জিমি শেরগিল, ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শের সঙ্গে দেখা করতে পারেন যোগী আদিত্যনাথ।


