যোগীরাজ্যের মডেলে বাংলা জিততে চান অমিত শাহ
কলকাতা: বিজেপির টার্গেট ২০২১ সালের পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট। সেই লক্ষ্যে জোর দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুথ যার ভোট তার – এই মন্ত্রেই বাংলায় বুথ স্তরে সংগঠনকে শক্তিশালী করার নির্দেশ দিলেন অমিত শাহ। বিধানসভা ভোটে উত্তরপ্রদেশের মডেকেই অনুসরণ করার ওপর গুরুত্ব দিচ্ছেন তিনি।
সূত্রের খবর, রাজ্যের প্রতিটি বুথে নিজেদের সংগঠন মজবুত করা, ভোট যাতে ইভিএম মেশিনের পদ্ম চিহ্নেই পড়ে, তা সুনিশ্চিত করার পাশাপাশি বুথের ভিতরে ও বাইরে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের সঙ্গে সমানে সমানে টক্কর দেওয়ায় বিষয়ে সময়সীমাও বেঁধে দিয়েছেন তিনি।
ডিসেম্বর মাসের মধ্যেই বাংলায় বুথ স্তরে সংগঠন মজবুত করার কাজ সেরে ফেলার নির্দেশ দিয়েছেন অমিত শাহ। উত্তরপ্রদেশে বিজেপি সরকারকে ক্ষমতায় আনতে বুথ স্তরের মতো ‘মাইক্রো লেভেল ম্যানেজমেন্টের’ ঘুঁটি সাজিয়েছিলেন অমিত শাহ। এবার পশ্চিমবঙ্গেও ঠিক সেই কৌশল হাঁটতে বলেছে বিজেপি।
রাজ্যে বর্তমানে প্রায় ৭৮,৯০৩টি বুথ রয়েছে। করোনা পরিস্থিতির কারণে বুথের সংখ্যা বৃদ্ধি পেতে পারে। সেই বিষয়টিকে মাথায় রেখে, ‘আপনা বুথ সবসে মজবুত’ লক্ষ্য এগোতে চলেছেন অমিত শাহ।


