Tuesday, September 26, 2023
Latestজীবনযাপন

মোটা মেয়েদের বিয়ে করা উচিত

প্রত্যেক পুরুষেরই বিয়ে জন্যে মেয়ে নির্বাচনের ক্ষেত্রে নানারকম চাহিদা থাকে। সবাই চায় মেয়ে হবে সুন্দরী, ফর্সা, শিক্ষিত, উচ্চ বংশের তবে ফিগারে সে হবে স্লিম ট্রিম রোগা টাইপের। তবে বর্তমানকার গবেষনা বলছে, জীবনে আপনাকে সুখী হতে হলে অবশ্যই মোটা মেয়েকে বিয়ে করা উচিত। কারন রোগা মেয়েরা অনেটাই রিজার্ভড ধরনের হয়ে থাকে। বিয়ের পরে তারা স্বামীর সাথে বন্ধুত্বেরপূর্ণ সম্পর্ক তৈরী করতে অনেকটাই বৃথা সময় নষ্ট করে।

গবেষকরা আরও জানান, মোটা স্ত্রীরা রোগা মেয়েদের তুলনায় স্বামীকে দশ গুন বেশি সুখে রাখতে পারে। এছাড়া তারা তাদের স্বামীর চাহিদাও রোগা মেয়েদের থেকে অনেক ভালো বোঝেন।