Monday, November 17, 2025
বিনোদন

ধর্মের জন্য বলিউড ছেড়েছেন, এবার মুফতিকে বিয়ে করলেন সানা খান

মুম্বাই: ইসলাম ধর্মের জন্য অক্টোবর মাসে আচমকা বলিউডের গ্লামার দুনিয়াকে বিদায় জানান বিগ বস খ্যাত সানা খান। তার এই সিদ্ধান্তে চমকে গিয়েছিলেন সকলে। তখন সোশ্যাল মিডিয়া পোস্টে ঘোষণা করেছিলেন ‘আল্লাহর দেখানো পথে হেঁটে মানুষের সেবা করতে চান’, তাই বলিউড বা বিনোদন জগতের সঙ্গে আর কোনও সম্পর্ক রাখতে চান না তিনি। এবার সানার বিয়ের খবর সামনে এল।

শুক্রবার রাতে গুজরাটের মৌলানা মুফতি অনসের সঙ্গে নিকাহ সারলেন সানা খান। জাঁকজমকহীন ভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের আসরের ছবি ও ভিডিও ইতিমধ্যেই সামনে এসেছে। জানা গিয়েছে, বিগ বস খ্যাত এয়জাজ খানের সৌজন্যে মুফতি অনসের সঙ্গে প্রথম পরিচয় হয় সানার।

প্রসঙ্গত বলে রাখি, ২০১২-১৩ সালে বিগ বসের মঞ্চে সিজন ৬- এর ফাইনালিস্ট ছিলেন সানা। হিন্দির পাশাপাশি তামিল, তেলুগু ছবিতেও অভিনয় করেছেন সানা। সলমন খানের সঙ্গে করেছেন ‘জয় হো’। ইরোটিক থ্রিলার ‘ওয়াজাহ তুম হো’-এর জন্যেও ব্যাপক জনপ্রিয় হন সানা। তাকে শেষ দেখা যায় হটস্টারের ‘স্পেশ্যাল ওপস’ ওয়েব সিরিজে।

বিয়ের আসরে মাথায় সাদা হিজাব এবং দুধসাদা পোশাক পরেন সানা। অন্যদিকে, মুফতি অনস সাদা কুর্তা-পাজামা পরেন। দু’‌জন মিলে কেক কেটে নতুন জীবনের সেলিব্রেশন করেন তারা। তাতে লেখা ছিল, ‘‌নিকাহ মুবারক।’‌ ভক্তরা তাদের শুভেচ্ছা জানিয়েছেন। কেউ কেউ আবার অবাকও হয়েছেন।