নাগরিকদের উৎসাহিত করতে প্রকাশ্যে ভ্যাকসিন নেবেন ওবামা-বুশ-ক্লিনটন
ওয়াশিংটন: মার্কিন নাগরিকদের উৎসাহিত করতে ক্যামেরার সামনে করোনার ভ্যাকসিন (Covid-19 vaccine) নেবেন প্রাক্তন তিন প্রেসিডেন্ট বারাক ওবামা (Barack Obama), জর্জ ডব্লিউ বুশ (George W. Bush) এবং বিল ক্লিনটন (Bill Clinton)। ভ্যাকসিনের নিরাপত্তার বিষয়ে সকলকে নিশ্চিত করতেই পদক্ষেপ নেবেন তাঁরা।
প্রাক্তন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট ওবামা বলেছেন, যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. অ্যান্থনি ফাউসি ভ্যাকসিনটি নিরাপদ ও কার্যকর ঘোষণা করলে তিনি এটি গ্রহণ করবেন। ওবামা বলেন,অ্যান্থোনিকে সাধারণ মানুষ খুবই পছন্দ করেন। তাঁর সঙ্গে কাজ করার দারুণ অভিজ্ঞতা রয়েছে আমার। তাঁকে বিশ্বাস করি, এ বিষয়ে কোন সন্দেহ নেই।
জনসম্মুখে টিকা নেওয়ার বিষয়ে ওবামা আরও বলেন, আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি টিকা বের হলে আমি তা গ্রহণ করব। ক্যামেরার সামনে গ্রহণ করব। যাতে মানুষ ভ্যাকসিনের নিরাপত্তার বিষয়ে দুচিন্তা না করে।
ওবামার এই মন্তব্যের পর বুশ ও ক্লিনটনও একই কথা জানিয়েছেন। তাঁরা বলছেন, তাঁরাও প্রকাশ্যে টিকা নিতে আগ্রহী। তবে তাঁরা কোন ভ্যাকসিনটি নেবেন তা জানাননি ওবামা। ফাইজার এবং বায়োএনটেকের ভ্যাকসিন মার্কিন যুক্তরাষ্ট্রে অনুমোদনের বিষয়ে জো বাইডেন প্রশাসনের আগামী বৈঠকে সিদ্ধান্ত হবে।
উল্লেখ্য, করোনা এবং ভ্যাকসিনের বিষয়ে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নীরব ছিলেন। সেখানে প্রাক্তন এই তিন প্রেসিডেন্টের ভূমিকায় অনেকেই বেশ অবাক হয়েছেন।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

