ভিড় ঠেকাতে ও আয় বাড়াতে ৭০ শতাংশ মূল্যবৃদ্ধিতেও মদের দোকানে ভোর থেকে দীর্ঘ লাইন দিল্লিতে
নয়াদিল্লি: সোমবার প্রথম মদের দোকান খোলায় ভিড় দেখে রীতিমতো উদ্বিগ্ন হয়ে পড়েন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ভিড় ঠেকাতে ও রাজ্য সরকারের আয় বাড়াতে সোমবার রাতেই একলাফে ৭০ শতাংশ দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয় দিল্লি সরকার। তবে ৭০ শতাংশ বাড়ানো হলেও মঙ্গলবার ভোর বেলা থেকে রাজধানী দিল্লিতে মদের দোকানের সামনে দেখা গেল সুরাপ্রেমীদের দীর্ঘ লাইন।
হাজার-হাজার মানুষ সামাজিক দূরত্ব বজায় না রেখেই ভিড় জমান মদের দোকানের সামনে। মদের দাম এক ধাক্কায় ৭০ শতাংশ বাড়ানো অর্থাৎ এক হাজার টাকা দামের মদের দাম ১৭০০ টাকা করে দেওয়া সত্ত্বেও সুরাপ্রেমীদের উৎসাহে কোনও ঘাটতি ছিল না। কোথাও কোথাও ভিড় ভীষণ বেড়ে যায় ও বিশৃঙ্খল সৃষ্টি হয়, পরিস্থিতি সামলাতে দিতে আসরে নামে পুলিশ।
পূর্ব দিল্লির কৃষ্ণনগরে একটি দোকানের সামনে পুলিশের লাঠিচার্জকে অগ্রাহ্য করে প্রায় এক মাইল লম্বা লাইনে দাঁড়ানো এক সুরাপ্রেমী জানালেন, তিনি ভোর চারটে থেকে লাইন দিচ্ছেন। পূর্ব দিল্লির বিশ্বাসনগরের এক দোকানের সামনে লাইনে দাঁড়ানো এক ব্যক্তি জানান, আমি গত ৪২ দিন ধরে মদ খাইনি। আজ আমাকে খেতে দিন।
দিল্লির লক্ষ্মীনগরের এক মদের দোকানের সামনে লাইনে দাঁড়ানো আরেক ব্যক্তি সংবাদ সংস্থা এএনআইকে জানান, আমি সকাল ৫ টা ৪৫ মিনিট থেকে লাইনে দাঁড়িয়ে রয়েছি। ৭০ শতাংশ কর নিয়ে আমাদের কোনও সমস্যা নেই। এটা আমাদের কাছে দেশকে ডোনেশন দেওয়ার মতো।
#WATCH Delhi: A man showers flower petals on people standing in queue outside liquor shops in Chander Nagar area of Delhi. The man says, “You are the economy of our country, government does not have any money”. #CoronaLockdown pic.twitter.com/CISdu2V86V
— ANI (@ANI) May 5, 2020
উল্লেখ্য, এদিন মানুষজন রীতিমতো গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়ায়। চক দিয়ে বৃত্ত কেটে তার মধ্যে দাঁড়াতে বলা হলেও সামাজিক দূরত্ব কেউই মেনে চলেননি।