‘ভদ্রলোকেরা তৃণমূল করে না’
কলকাতা: যাবতীয় জল্পনায় অবসান ঘটিয়ে শুক্রবার মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিলেন শুভেন্দু অধিকারী। এদিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের এবং রাজ্যপাল জগদীপ ধনকরকে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন শুভেন্দু। এর আগে বৃহস্পতিবার এইচআরবিসি-র চেয়ারম্যান পদ পদত্যাগ করেন তিনি।
শুভেন্দুর মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেওয়ার পর বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, তৃণমূল তো সার্কাস পার্টি। মালিক আছে একজনই। আর বাকিরা চাকর। শুভেন্দু অধিকারীকে আমরা স্বাগত জানাচ্ছি। নিশ্চয় তাঁকে আমরা জায়গা দেব। তৃণমূলে আসলে কোনও ভদ্রলোকই থাকতে পারেন না।
দিলীপবাবু আরও বলেন, আমাদের সাংসদ বলেছেন, তৃণমূলের পাঁচ সাংসদ খুব শ্রীঘ্রই বিজেপিতে যোগ দিতে চলেছে। আরও বহু নেতা বিজেপিতে যোগ দেওয়ার জন্য লাইনে আছেন। মিহির গোস্বামী দিল্লি গিয়েছেন বিজেপিতে যোগ দিতে। তৃণমূলের সঙ্গে কেউ থাকবে না।
মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেওয়ার আগে শুক্রবারই নিজের জেড ক্যাটাগরি নিরাপত্তা ছেড়ে দেন শুভেন্দু। মন্ত্রিসভা থেকে পদত্যাগের চিঠি পাঠিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী ও রাজ্যপালকে। শুভেন্দুর পদত্যাগপত্র পেয়েছেন বলে টুইটে জানিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকর।


