রাজ্যে বেকারত্ব কমেছে ৪০ শতাংশ: তৃণমূল সাংসদ নুসরত জাহান
কলকাতা: ২০২১ সালের বিধানসভা ভোটকে লক্ষ্য করে শুরু হয়েছে বিভিন্ন দলের রাজনৈতিক তরজা। সোমবার তৃণমূল ভবন থেকে এক সাংবাদিক সম্মেলনে তৃণমূল সাংসদ নুসরত জাহান দাবি করলেন, গত ৮ বছরে পশ্চিমঙ্গে বেকারত্ব কমেছে ৪০ শতাংশ। চাকরি পেয়েছেন প্রায় ১ কোটি মানুষ।
নুসরত জাহান এদিন বলেন, আমি রাজনীতির কথা বলবা না, আমি বাংলার শিক্ষার কথা বলব। গত ৯ বছরে রাজ্যে ১২টি বিশ্ববিদ্যালয় থেকে বেড়ে হয়েছে ৪২টি বিশ্ববিদ্যালয়। ৫০টি নতুন কলেজ তৈরি হয়েছে এবং ৭৬টি পলিটেকনিক কলেজ গড়ে উঠেছে।
তৃণমূল সাংসদ জানান, যুবশ্রী প্রকল্পে আর্থিক সাহায্য দিচ্ছে রাজ্য সরকার। রাজ্যে অনলাইনে ভর্তির ব্যবস্থা করেছে সরকার। তৃণমূল কংগ্রেসের আমলে রাজ্যে প্রচুর উন্নতি। বাংলা ভাষা শিখুন, বাংলার শিক্ষা সংস্কৃতি জানুন, বাংলার মানুষকে ভালোবাসুন।
উল্লেখ্য, বিভিন্ন রাজ্যে লাভ-জিহাদ রুখতে আইন করছে বিজেপি। এ বিষয়ে নুসরত জাহান বলেন, প্রেম বিষয়টি একান্ত ব্যক্তিগত বিষয় ৷ লাভ-জিহাদের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই ৷ কে, কাকে ভালোবাসবে, সেটা কেউ ঠিক করে দিতে পারে না ৷ রাজনীতির আগে কিছু মানুষ এই ধরনের বিষয়কে জোর করে টেনে আনছেন ৷ ধর্মের সঙ্গে রাজনীতিকে মেশানো উচিত নয় ৷ প্রেমে কোনও রাজনীতি হয় না!


