Thursday, December 12, 2024
দেশ

১২৫ আসন পেয়ে বিহারের মসনদে এনডিএ, মুখ্যমন্ত্রী হচ্ছেন নীতীশ কুমারই

পাটনা: শেষ পর্যন্ত বিজয়ী হল এনডিএ। হেরে গেল তেজস্বী যাদবের মহাগঠবন্ধন। করোনা নীতির জন্য এবার অনেক বেশি বুথে ভোট হয়েছে। ফলে অতিরিক্ত ইভিএম গণনা করতে সকাল থেকে রাত হয়ে যায়। পাওয়ার প্লে-তে মহাগঠবন্ধন এগিয়ে গেলেও শেষ পর্যন্ত এনডিএ জোটই জয়যুক্ত হয়।

এনডিএতে নীতিশ কুমারের দলকে অনেকটা পিছনে ফেলে বড় শরিক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করল বিজেপি। তবে প্রধানমন্ত্রী মোদীর ব্যক্তিগত ক্যারিশ্মার জোরে ম্যান অফ দ্য ম্যাচ নিশ্চিত ভাবেই বিজেপি।

অনেকের মত, এলজেপির একলা লড়াইয়ের কৌশলেই পাটলিপুত্রে এবার ধরাশায়ী হয়েছে নীতীশের জেডিইউ। কোনও মতে জয় ছিনিয়ে বিহারের ক্ষমতা ধরে রেখেছে এনডিএ। বিহারে এনডিএ-র এই সাফল্য়ের কাণ্ডারী হিসেবে নরেন্দ্র মোদীকেই কৃতিত্ব দেওয়া হচ্ছে।

মোট ২৪৩ টি আসনের মধ্যে বিধানসভা গড়তে দরকার ১২২টি আসন। এনডিএ জোটের ঝুলিতে রয়েছে ১২৫টি আসন। মহাগঠবন্ধন পেয়েছে ১১০টি আসন। বিজেপি পেয়েছে ৭৪ টি আসন। আরজেডি পেয়েছে ৭৫টি আসন। জেডিইউ পেয়েছে ৪৩টি আসন। এলজিপি পেয়েছে মাত্র ১টি আসন।

জাতীয় কংগ্রেস পেয়েছে ১৯টি আসন। সিপিআইএমএল পেয়েছে ১১ টি আসন। সিপিএম পেয়েছে ৩ টি আসন। আসন। এআএমআইএম পেয়েছে ৫টি আসন। একটি আসন পেয়েছে নির্দল প্রার্থী। ভিআইপি পেয়েছে ৪টি আসন। হিন্দুস্থান আওয়াম মোর্চা পেয়েছে ৪টি আসন।