Monday, November 17, 2025
রাজ্য​

বিজেপির নবান্ন চলো অভিযান ঘিরে দিনভর ধুন্ধুমার কান্ড, কলকাতা ও হাওড়া থেকে আটক ১১৭

কলকাতা: বিজেপির ‘নবান্ন চলো’ কর্মসূচি ঘিরে দিনভর ধুন্ধুমার কান্ড। কলকাতা ও হাওড়া থেকে ১১৭ জনকে আটক করেছে পুলিশ৷ এর মধ্যে  কলকাতা থেকে ৮৯ জন ও হাওড়ায় থেকে ২৮ জন। আটককৃতদের মধ্য থেকে বেশ কয়েকজনকে ছেড়ে দিয়েছে পুলিশ হয়েছে। বাকিদের বিরুদ্ধে পুলিশ স্বত:প্রণোদিত মামলা দায়ের করেছে৷

পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়েছিল। তাতে বেশ কয়েকজন পুলিশকর্মী আহত হয়েছেন। তিনি জানান, নবান্ন অভিযানে বিজেপি যে আবেদন জমা দিয়েছিল তাতে ১ লাখ মানুষের জমায়েতের অনুমান দেওয়া হয়েছিল। কেন্দ্রের মহামারি সংক্রন্ত বিধি মেনে ওই জমায়েতের অনুমতি সরকারের পক্ষে দেওয়া সম্ভব ছিল না।

এদিকে, নবান্ন অভিযানকে কেন্দ্র করে রণক্ষেত্রের আকার নেয় কলকাতা ও সাঁতরাগাছি৷ মিছিল আটকাতে পুলিশ লাঠিচার্জ, কাঁদানে গ্যাসের শেল ফাটায়৷ বিজেপি কর্মী ও সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়৷ ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন৷

বিজেপির যুব মোর্চার কেন্দ্রীয় সভাপতি তেজস্বী সূর্য অভিযোগ করেছেন, রাজ্যের পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের পুতুলে পরিণত হয়েছে। তৃণমূলের গুন্ডারা তাদের ইচ্ছামতো নাচাচ্ছে। তাদের নির্দেশেই আমাদের কর্মীদের ওপর নির্মম–বর্বর আচরণ করা হয়েছে। আমাদের এক হাজারের বেশি কর্মী আহত হয়েছেন। ৫০০-র বেশি কর্মীকে গ্রেফতার করা হয়েছে।