বহিরাগত তকমা দিয়ে বিজেপিকে পশ্চিমবঙ্গে দমিয়ে রাখা যাবে না: কাশেম আলী
কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে সময় যত এগোচ্ছে, ততই বাড়ছে ভোটের উত্তাপ। চলছে অভিযোগ-পালটা অভিযোগের পালা। তৃণমূলের অভিযোগ, বিজেপির বাইরে থেকে আসা নেতারা ‘বহিরাগত’। ‘বহিরাগত’ তত্ত্ব নিয়ে রাজ্য-রাজনীতিতে টানাপোড়েন চরমে উঠেছে। যদিও এসবে ভ্রূক্ষেপ করতে নারাজ বিজেপি।
বিধানসভা নির্বাচনের জন্য দিল্লি এবং অন্যান্য রাজ্য থেকে বাংলায় ২৯৪ জন বিজেপি নেতা আসবেন বলে খবর। বলে রাখি, তাৎপর্যপূর্ণভাবে বাংলায় বিধানসভা ভোটে মোট আসন ২৯৪ টি।
‘বহিরাগত’ তত্ত্বে তৃণমূলকে কড়া আক্রমণ করলেন আমডাঙ্গা বিধানসভা এলাকার কাশেমপুরে বিজেপির কর্মী তথা বিজেপি সংখ্যালঘু সেলের রাজ্য সহ-সভাপতি কাশেম আলী (Kashem Ali)। তিনি বলেন, রাজ্যের শাসকদল তৃণমূল তাদের প্রধান প্রতিপক্ষ বিজেপিকে আক্রমণের কোন ইস্যু খুঁজে পাচ্ছে না। তাই বিজেপির সর্বভারতীয় নেতাদের বহিরাগত তকমা লাগিয়ে বাজার গরমের বৃথা চেষ্টা করছে। তৃণমূলের এহেন উদ্দেশ্য কখনই সফল হবে না বলেও কাশেম আলী জানান।
কাশেম আলী বলেন, সীমাহীন দূর্নীতিতে জর্জরিত একটি আঞ্চলিক রাজনৈতিক দল হল তৃণমূল। যে দলের একের পর এক নেতা নেত্রী দল ত্যাগ করছেন। তাই দিশেহারা হয়ে আবোল-তাবোল বকছে তৃণমূল। তবে বাংলার মানুষ এদের প্ররোচনার ফাঁদে পা দেবেন না।
কাশেম আলীর দাবি, বিগত সাড়ে নয় বছরের অপশাসনে বাংলার জনগন বুঝে গেছে তৃণমূল রাজ্যের উন্নয়নে গঠনমুলক কোন স্থায়ী দিশা দেখাতে পারেনি। ভাওতা, প্রতারনা সহ তুষ্টিকরণের রাজনীতি করে সাময়িক কামানো যায় ঠিকই কিন্তু জাতি তথা রাজ্যের কোন উন্নয়ন একদমই সম্ভব নয়। তাই তৃণমূলের কোন কথায় আর রাজ্যবাসী গুরুত্ব দেয় না।


