Friday, July 18, 2025
রাজ্য​

বাবা-মায়ের সঙ্গে রেস্তোরাঁয় খেতে গেলেই মিলবে ২০% ছাড়

উলুবেড়িয়া: যে বাবা-মা একসময় নিজে না খেয়েও সন্তানের মুখে খাবার তুলে দিতেন, তারাই আজ বৃদ্ধ বয়সে যেন সন্তানের কাছে বোঝা। প্রায়ই ক্ষেত্রে দেখা যায় আজকালকার দিনের ছেলে-মেয়েরা বাইরে বন্ধু-বান্ধবের সাথে হেসে-খেলে কথা বললেও, বাড়িতে বাবা-মা কোনও কথা বললে তারা তেলে-বেগুনে জ্বলে ওঠেন!

তবে আমাদের সকলের মনে রাখা উচিত- আজ যিনি সন্তান, তিনিই আগামী দিনের বাবা কিংবা মা। বৃদ্ধ বয়সে এসে মা-বাবারা যেহেতু শিশুদের মতো কোমলমতি হয়ে যান, তাই তাদের জন্য সুন্দর জীবনযাত্রার পরিবেশ তৈরি করাই প্রত্যেক সন্তানের কর্তব্য।

আজকের দিনের শপথ হোক, ‘আর নয় বৃদ্ধাশ্রম। প্রত্যেকের আশ্রয় হোক নিজের পরিবারে, সন্তানেরই ঘরে।’ এই বার্তাকে সকলের কাছে পৌঁছে দিতে হাওড়ার উলুবেড়িয়ার এক রেস্তোরাঁর মালিক অভিনব উদ্যোগ নিলেন। ওই রেস্তোরাঁয় বৃদ্ধ বাবা-মাকে সঙ্গে নিয়ে লাঞ্চ বা ডিনার করলেই মিলবে ২০ শতাংশ ছাড়। এই ঘোষণা দিতেই ওই রেস্তোরাঁয় বয়স্ক বাবা-মায়েদের সঙ্গে নিয়ে হাজির হচ্ছেন সন্তানেরা।

হাওড়ার উলুবেড়িয়ার বাজারপাড়া স্টেডিয়াম মাঠ এলাকায় ওই রেস্তারাঁর মালিক সমীরণ গোস্বামী বলেন, বয়স্ক বাবা-মায়েদের প্রতি ছেলে-মেয়েদের দায়বদ্ধতাও অনেক কমে যাচ্ছে। আমরা সামাজিকভাবে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। এইরকম চিন্তা-ভাবনা থেকেই বিষয়টা মাথায় এসেছিল। তিনি জানান, এই ঘোষণার পরে বেশ ভালো সাড়া পাচ্ছি। বাবা-মা এবং ছেলে-মেয়েদের এক টেবিলে আনতে পেরে মানসিকভাবেও শান্তিও পাচ্ছি।