‘বাংলাদেশেও অত্যাচার করেছে পাক সেনা, সেনার জন্যই গোটা বিশ্বে সমালোচিত পাকিস্তান’
জয়পুর: প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে প্রতিবারই দীপাবলি সীমান্তে সেনা জওয়ানদের সঙ্গে পালন করে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোনা অতিমারির মধ্যেও এ বছর তার ব্যতিক্রম হলো না। এ বছর রাজস্থানের জয়সলমেরে পাকিস্তান সীমান্তে পৌঁছে যান নমো।
জয়সলমেরে সেনা জওয়ানদের উদ্দেশ্য বক্তৃতা দেন। জওয়ানদের মিষ্টিমুখ করান। মোদী বলেন, পাকিস্তানি সেনা বাংলাদেশেও অত্যাচার চালিয়েছে, সেনার জন্যই গোটা বিশ্বে সমালোচিত পাকিস্তান।
PM recalled the glorious battle of Longewala and said the battle will always be remembered in the annals of strategic planning and military valour. He said this was the time when the ugly face of Pakistan was exposed as its army was terrorizing innocent citizens of Bangladesh pic.twitter.com/3yiFDWRGyA
— All India Radio News (@airnewsalerts) November 14, 2020
উল্লেখ্য, গোটা দেশ যখন উৎসবের আনন্দে মাতোয়ারা তখন সীমান্তে পাহারায় নিয়োজিত থাকে সেনা। তাই তাঁদের সঙ্গে দীপাবলির আনন্দ ভাগ করে নিতে সীমান্তে পৌঁছে যান নমো। এতে সেনাদের মনোবলও বাড়ে। তাই দীপাবলি তাঁদের সঙ্গে কাটান মোদী।


