Thursday, November 13, 2025
রাজ্য​

নারদ কান্ডে ফিরহাদ, প্রসূন, মদনকে ইডির নোটিশ

কলকাতা: নারদ কাণ্ডে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, হাওড়ার তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল নেতা মদন মিত্রকে নোটিশ পাঠালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

সূত্রের খবর, আয়-ব্যয়, সম্পত্তি, অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য চাওয়া হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে যাবতীয় তথ্য ইডির কাছে জমা দিতে বলা হয়েছে। লকডাউনের আগে এবং গত জুলাইয়েও নারদ কাণ্ডে অভিযুক্তদের নোটিশ পাঠানো হয়েছিল।

জানা গিয়েছে, জুলাইয়ে ই-মেল মারফত নোটিশ কলকাতা পুরনিগমের প্রাক্তন মেয়র তথা বর্তমানে বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়কে হয়নি। কারণ হিসেবে ইডি সূত্রে বলা হয়েছিল, সম্পত্তি এবং আয়-ব্যয় সংক্রান্ত যাবতীয় তথ্য জমা দিয়েছেন শোভন। জিজ্ঞাসাবাদও করা হয় তাঁকে। শোভনের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ও সেই সংক্রান্ত তথ্য দিয়েছে।

এছাড়া নারদ কাণ্ডে অন্যতম অভিযুক্ত তথা বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায় এবং আইপিএস অফিসার এস এইচ এম মির্জাও যাবতীয় তথ্য দিয়েছেন বলে খবর।

এদিকে বিধানসভা ভোটের ৬ মাস আগে ইডির নোটিশ পাঠানো নিয়ে ফিরহাদ বলেছেন, রাজনৈতিক উদ্দেশ্যে নোটিশ পাঠানো হয়েছে। এটা খেলার অংশ। আমরাও গেম হিসেবে নিচ্ছি। ওদের কাজ ওরা করছে। আমাকে যেতে বললে যাব। তদন্তে সহযোগিতা করব। অস্ত্র ভোঁতা হলেও সেটা অস্ত্র। ওরা সেই অস্ত্র চালাবে। আমরা আমাদের অস্ত্র চালাব। আমাদের অস্ত্র মানুষকে বোঝানো। সেটাই আমরা প্রচার করব। যে কারণে ডাকছে, সেটা হাস্যকর। ক্লাবের টাকা নিয়ে বলেছে। আমাদের অস্ত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের করা উন্নয়ন।