প্রয়াত হলেন সৌমিত্র চট্টোপাধ্যায়
কলকাতা: মারা গেলেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। রবিবার সকালে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে বাংলা চলচ্চিত্রের এক যুগের অবসান হলো। শুধু সিনেমা নয়, সাহিত্য, রাজনীতি, কবিতা সব ক্ষেত্রেই ছিলো তাঁর উজ্জ্বল উপস্থিতি।
৫ অক্টোবর করোনা টেস্টের রিপোর্ট পজেটিভ আসে এই বর্ষীয়ান অভিনেতার। ভর্তি করা হয় হাসপাতালে। সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুতে করোনা অনুঘটকের কাজ করলেও অনেকরকম জটিলতা দেখা গিয়েছিল অভিনেতার শরীরে।
চিকিৎসকদের সূত্রে খবর, মাল্টিঅর্গান ফেলিওর, ব্রেনডেথ হয়ে মৃত্যু হয়েছে অভিনেতার। বুধবার বিকালের পর থেকেই চিকিৎসকদের নিয়ন্ত্রণের বাইরে চলে যান অভিনেতা। ক্রমশ অবস্থার অবনতি হতে থাকে। শেষ রক্ষা হল না। রবিবার সকালে মৃত্যু হয় অভিনেতার।
তাঁর মৃত্যুতে শেষ হল একটা যুগ। বাংলা সিনেমার অপূরণীয় ক্ষতি হলো আজ। কলকাতা শহর আজ শোকার্ত। শোকমগ্ন টালিগঞ্জ। শোকাভিভূত বাংলার সিনেমা জগৎ।


