Thursday, November 13, 2025
রাজ্য​

কলকাতায় শুরু হল কোভ্যাক্সিনের ট্রায়াল, প্রথম টিকা নিলেন ফিরহাদ হাকিম

কলকাতা: কলকাতায় আজ, বুধবার শুরু হল কোভ্যাক্সিনের ট্রায়াল। প্রথম সেই সম্ভাব্য টিকা প্রয়োগ করা হল রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের উপর। টিকাগ্রহণের পর ফিরহাদ হাকিম জানান, পুরোপুরি সুস্থ আছেন তিনি। উল্লেখ্য কোভ্যাক্সিন গোটা ভারতের মোট ২৪টি সেন্টারে ২৮,৫০০ জনের উপর প্রয়োগ করা হবে। এর মধ্যে পশ্চিমবঙ্গে ১ হাজার জন।

বুধবার বেলেঘাটার নাইসেডে কোভ্যাক্সিনের তৃতীয় পর্যায়ের ট্রায়ালের উদ্বোধন করেন রাজ্যপাল জগদীপ ধনকর। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) – ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজির (এনআইভি) সঙ্গে যৌথভাবে কোভ্যাক্সিন তৈরি করেছে ভারত বায়োটেক। এদিন দুপুরের দিকে টিকা নিতে নাইসেডে যান ফিরহাদ।

টিকাগ্রহণের পর ফিরহাদ হাকিম বলেন, আমি ভালো আছি। আমি নিয়েছি। আমি ভালো আছি। অনেকেই নিচ্ছেন। ভিড় হচ্ছে। ওরা আমায় নজরদারিতে রাখবেন। আপাতত তো কোনও অসুবিধা হয়নি। কোনও অসুবিধা হলে বলব।

ট্রায়ালে সম্ভাব্য টিকা নেওয়ার পর ঝুঁকির আশঙ্কা সর্বদা থেকেই যায়। তাই ট্রায়াল টিকার ঝুঁকি হয়তো কেউ নিতে চান না। যদিও এতে মোটেও চিন্তিত নন ফিরহাদ। তিনি বলেন, টিকা নিয়ে আমার যদি একটুখানি কিছু হয়, তাতে আমার কিছু যায় আসে না। প্রাণও যদি যায়, আমার যায় আসে না। মানুষের জন্য করেছি।