আগামী প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন
নয়াদিল্লি: ৭২তম প্রজাতন্ত্রে দিবসে প্রধান অতিথি হিসেবে ভারতে আসতে চলেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন (Boris Johnson)। আনুষ্ঠানিক ভাবে তাঁকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আগামী বছর জি-৭ সামিটে আমন্ত্রণ জানিয়েছেন বরিস জনসন।
উল্লেখ্য, ২০২০ সালের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল ব্রাজিলের রাষ্ট্রপতি জাইর বলসোনারোকে। প্রধান অতিথি হওয়ার সেই আমন্ত্রণ গ্রহণ করেছিলেন বলসোনারো।
এর আগে ১৯৯৩ সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী জন মেজর ভারতে প্রজাতন্ত্র দিবসে এসেছিলে। সূত্রের খবর, ইতিমধ্যেই বরিস জনসনকে আমন্ত্রণ পাঠানো হয়ে গিয়েছে। সামনেই ব্রেক্সিট, অন্যদিকে আমেরিকায় নয়া প্রশাসন। সেই পরিস্থিতিতে পুরাতন বন্ধুত্বকে ঝালিয়ে নিতে চাইছেন মোদী-জনসন।
দু’দেশের প্রধানমন্ত্রীর মধ্যে খুব ভালো আলোচনা হয়েছে। বরিস জনসন ভারতকে ফ্রি ট্রেড এগ্রিমেন্টের অফার দিয়েছেন। একই সঙ্গে পরিবেশ বদল নিয়ে দু’দেশের মধ্যে সুদৃঢ় বোঝাপড়া ও একই সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে একসঙ্গে কাজ করা নিয়েও আলোচনা চলছে।


