Thursday, September 19, 2024
রাজ্য​

‘পশ্চিমবঙ্গকে ”বাংলাদেশ” বানাতে চাইছেন মমতা’

কলকাতা: পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানাতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে অভিযোগ করলেন বিশ্ব হিন্দু পরিষদের আন্তর্জাতিক সহ সভাপতি সুরেন্দ্রর জৈন। তিনি বলেন, বাংলায় আগুন নিয়ে খেলা করছেন মমতা।

সুরেন্দ্রর জৈন বলেন, আজ পশ্চিমবঙ্গের মাটিতে সবচেয়ে সাম্প্রদায়িক ব্যক্তিটি অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়। কিছু ভোটের জন্য উনি প্রথমে বাংলার নাগরিকদের হিন্দু মুসলমানে বিভাজিত করেন।

তিনি বলেন, বাংলায় হিন্দুরা দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিনত হয়েছে। বাংলাকে বাংলাদেশ বানাতে চাইছেন মমতা। বাংলায় হিন্দুদের উপর অত্যাচার হতে দেবেনা বিশ্ব হিন্দু পরিষদ।

সুরেন্দ্রর জৈন বলেন, মমতা রাজ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি করছেন। বিশ্ব হিন্দু পরিষদের কার্যকর্তাদের সরাসরি আক্রমণের প্ররোচনা দিচ্ছেন।

তিনি বলেন, বাংলার পুলিশ মমতার হাতের পুতুল এটা সবাই জানে। কিন্তু হাইকোর্ট সুপ্রিম কোর্ট আছে। হিন্দুদের সাথে অন্যায় হলে মানুষ রাস্তায় নামবে।