পদ নিতে অনেকেই আমার মৃত্যুকামনা করে: মমতা
কলকাতা: শুক্রবার দলের নেতাদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে কারও নাম না করে তৃণমূল দলনেত্রী বলেন, মুখ্যমন্ত্রীর পদ নেওয়ার জন্য অনেকেই আমার মৃত্যুকামনা করছেন। কিন্তু আমার মৃত্যু তো উপরওয়ালার হাতে, আমার হাতে নেই।
কিছুটা আবেগতাড়িত হয়ে মুখ্যমন্ত্রী বলেন, অহংকারীদের পতন হবে। ট্রাম্পেরও পতন হয়েছে। পাশাপাশি, আসন্ন বিধানসভা নির্বাচনের আগে পূর্ব মেদিনীপুরে শুভেন্দু ঘনিষ্ঠ নেতাদের একাধিক দায়িত্বপূর্ণ পদ থেকে সরানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
শিশির অধিকারীকে এই বিষয়ে পদক্ষেপের নির্দেশ দিয়েছেন তিনি। বৈঠকে তাঁকে উদ্দেশ্য করে মমতার নির্দেশ, নন্দীগ্রাম, নন্দকুমারের ব্লক প্রেসিডেন্টকে সরিয়ে দেওয়া হোক। সুব্রত বক্সির সঙ্গে আলোচনা করে অন্য কাউকে দায়িত্ব দিন।
কেন্দ্রীয় সংস্থা তাঁর উপর চাপ সৃষ্টি করতে বলেও অভিযোগ করেন তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, এজেন্সির ভয় দেখানো হচ্ছে। যাঁদের সাহস আছে আমাদের সঙ্গে থাকুন।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

