পঞ্জিকা মতে ভাইফোঁটার শুভ ক্ষণ কখন? জেনে নিন
কলকাতা: কালী পুজার একদিন পরে, কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হয় ভাইফোঁটা। এই উৎসব ভ্রাতৃদ্বিতীয়া নামেও পরিচিত। ভাই-বোনের অটুট বন্ধনের কামনায় পবিত্র এই উৎসব পালিত হয়। ভাইয়ের দীর্ঘায়ু কামনায় বোনেরা এই রীতি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করেন।
পঞ্জিকা মতে, এই বছর, ২০২০ সালের ১৬ নভেম্বর, সোমবার ভাইফোঁটা। এবার জেনে নেওয়া যাক পঞ্জিকা মতে ভাইফোঁটা বা ভ্রাতৃদ্বিতীয়ার শুভ সময় সম্পর্কে-
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে: বাংলা তারিখ ৩০ কার্তিক এবং ইংরেজির ১৬ নভেম্বর, ২০২০, সোমবার সকাল ৭টা ৪ মিনিটে দ্বিতীয়া তিথি শুরু হচ্ছে। বাংলা তারিখ ১ অগ্রহায়ণ এবং ইংরেজির ১৭ নভেম্বর, ২০২০, মঙ্গলবার ভোর ৩টা ৫৭ মিনিটে শেষ হচ্ছে দ্বিতীয়া তিথি।
গুপ্তপ্রেস পঞ্জিকা মতে: বাংলা তারিখ ৩০ কার্তিক এবং ইংরেজির ১৬ নভেম্বর, ২০২০, সোমবার সকাল সকাল ৯টা ৩ মিনিট ৪ সেকেন্ডে দ্বিতীয়া তিথি শুরু হচ্ছে। বাংলা তারিখ ১ অগ্রহায়ণ এবং ইংরেজির ১৭ নভেম্বর, ২০২০, মঙ্গলবার সকাল ৬টা ৫৪ মিনিট ৫০ সেকেন্ডে শেষ হচ্ছে দ্বিতীয়া তিথি।


