নিজামের শহরে দ্বিতীয় শক্তি হিসেবে উঠে আসল বিজেপি
হায়দরাবাদ: হায়দরাবাদ পুরনিগম নির্বাচনের ফলাফলে সকালের দিকে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত দুইয়ে নেমে যায় বিজেপি। তবে পুরনিগম নির্বাচনের ফলাফল থেকে ২০২৩ সালে তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনে লড়াইয়ের আত্মবিশ্বাস পেয়ে গেল বিজেপি। দক্ষিণেও আধিপত্য বিস্তারের প্রথম পদক্ষেপও সাফল্য পেল গেরুয়া শিবির।
গ্রেটার হায়দরাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন (Greater Hyderabad Municipal Corporation) নির্বাচনে ১৫০টি ওয়ার্ডের ভোটগণনায় শেষ পাওয়া খবর অনুযায়ী, ৫০টি আসনে এগিয়ে রয়েছে টিআরএস, ৪০টিতে এগিয়ে বিজেপি। আর এআইএমআইএম এগিয়ে রয়েছে ২৫টি আসনে।
হায়দরাবাদ পুরনিগম দখলের লক্ষ্যে এবার সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়েছিল বিজেপি। প্রচারে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে। এছাড়াও দলের হেভিওয়েট মন্ত্রী সাংসদরাও প্রচারে ঝড় তুলেছিলেন। ভোট প্রচারে রোহিঙ্গা, পাক অনুপ্রবেশকারীর মতো বিতর্কিত বিষয়ও তুলে ধরেন তাঁরা।
মোদি-শাহ-নাড্ডারা চাইছে আঞ্চলিক দলগুলির উপরে নির্ভরতা কমিয়ে দক্ষিণেও নিজেদের পায়ের তলার জমি শক্ত করতে। ২০২৩ সালে তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচনের প্রস্তুতি হিসেবে হায়দরাবাদের পুরভোটকেই মঞ্চ হিসেবে বেছে নিয়েছিলেন তাঁরা। বলা চলে অনেকটাই সফল হয়েছেন তাঁরা।
কেননা ২০১৬ সালের পুর নির্বাচনে মাত্র ৪ টি ওয়ার্ডে জিতেছিল বিজেপি। সেখানে এখনই তাঁরা ৪০টি আসনে এগিয়ে। টিআরএস গত নির্বাচনে পেয়েছিল ৯৯টি আসন।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

