Tuesday, November 18, 2025
রাজ্য​

নন্দীগ্রামে ১৫০ তৃণমূল কর্মী যোগ দিলেন বিজেপিতে

নন্দীগ্রাম: ভোট এগিয়ে এলেই শুরু হয়ে যায় দলবদলের খেলা। ২০২১ বিধানসভা ভোটের আগে বাংলায়ও দলবদলের খেলা অব্যাহত। এবার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে প্রায় ২০০ জন যোগ দিলেন বিজেপিতে। তাঁদের মধ্যে ১৫০ জন তৃণমূল কর্মী বলে জানা গিয়েছে। বিপুল সংখ্যক এই মানুষের যোগদানে উচ্ছ্বসিত গেরুয়া শিবির। যদিও এই ঘটনাকে আমল দিতে নারাজ তৃণমূল।

দলত্যাগী এক তৃণমূল কর্মী অভিযোগ জানিয়ে বলেছেন, রাজ্যের শাসকদল তৃণমূলের ভেতরের দুর্নীতি নিয়ে একাধিকবার অভিযোগ জানালেও কোনও ব্যবস্থা নেয়না হয়নি। তাই প্রতিকার পেতে বিজেপিতে যোগ দিয়েছেন তাঁরা।

জানিয়ে রাখি, আমফান ঘূর্ণিঝড় পরবর্তী ক্ষতিপূরণের টাকা বিলি করা নিয়ে নন্দীগ্রামের ১ ও ২ নম্বর ব্লকে ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে। ঘটনার প্রতিবাদে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে প্রতিবাদ করা হয়। যাতে করে চাপে পড়ে যায় তৃণমূল শিবির।

এই পরিস্থিতিতে নন্দীগ্রামে প্রায় ১৫০ জনের তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে যথেষ্ট তাত্‍পর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা।