Monday, November 17, 2025
আন্তর্জাতিক

দীপাবলির শুভেচ্ছা জানালেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো

টরন্টো: আলোর উত্‍সব দীপাবলি। পাঁচ দিন ধরে এই উত্‍সব পালিত হয়। দুর্গাপুজো পর বাচ্চা থেকে বুড়ো দীপাবলি পালন করেন। দীপাবলি মানে অন্ধকারকে হারিয়ে আলোর জয়, শুভ শক্তির কাছে অশুভ শক্তির পরাজয়। করোনা আবহে এবার গোটা দেশ প্রার্থনা করছে দীপাবলির আলো যেন সমস্ত অন্ধকার দূর করে জীবনের নতুন দিশা দেয়। ভারত ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে ভারতীয় সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সরকারি ভাবে দীপাবলি পালিত হয়।

দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। করোনা আবহে প্রত্যেকে যাতে সুস্থ থেকে দীপাবলি পালন করেন, সেই বার্তা দেন তিনি। পাশাপাশি, প্রত্যেককে ভার্চুয়াল দীপাবলি পালন করার বার্তাও দিয়েছেন জাস্টিন ট্রুডো।


উল্লেখ্য, দীপাবলি হলো আলোর উত্‍সব। এটি মূলত একটি সংস্কৃত শব্দ। আলো হল দীপ আর বলির অর্থ সারি। অর্থাৎ আলোর সারিই হল দীপাবলি। এটি হিন্দুদের উৎসব। অন্ধকার মুছে জীবনে আলোর প্রবেশই হলো দীপাবলি। তবে শুধু বাঙালি কিংবা ভারতেই নন, দীপাবলি বিশ্বের বিভিন্ন দেশের মানুষ পালন করে থাকেন।

দীপাবলিতে বাঙালিরা কালী পুজো করে থাকেন। আর অবাঙালি সম্প্রদায় এদিন লক্ষ্মী ও গণেশ পুজো করেন। এবছর ১৪ নভেম্বর, শনিবার কার্তিক মাসের অমাবস্যা তিথিতে দীপাবলি পালিত হবে।