তৃণমূলের ৫০ বিধায়ক যোগাযোগ রাখছেন, দাবি মুকুল রায়ের
কলকাতা: লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এবারও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টানা দ্বিতীয়বার সরকার গঠন করেছে। এরপরই বিভিন্ন দল থেকে বিজেপিতে যোগদানের হিড়িক পড়েছে। মুকুল রায় এদিন দাবি করলেন, অন্তত ৫০ জন বিধায়ক তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন।
একইসঙ্গে মুকুল রায়ের দাবি, সদস্যদের সঙ্গে নিয়ে পঞ্চায়েত প্রধান এবং সদস্যদের সঙ্গে নিয়ে পঞ্চায়েত সমিতির নেতারাও তাঁর সঙ্গে যোগাযোগ রাখছেন। তাঁর সঙ্গে যোগাযোগকারীদের মধ্যে কাউন্সিলরদের সঙ্গে নিয়ে পুরপ্রধানরাও রয়েছেন বলে তিনি দাবি করেছেন।
জয় শ্রীরাম স্লোগান নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে মুকুল রায় বলেন, মানসিক ভারসাম্য হারিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই মুকুল রায় আরো বলেন, তাঁকে (নিজেকে) দেখে যদি কেউ মা-মাটি-মানুষ বলে স্লোগান দেন, তাহলে কি তিনি রেগে যাবেন, প্রশ্ন করেন বিজেপি নেতা।
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের ৪২টি লোকসভা আসনের মধ্যে বিজেপি এবার পেয়েছে ১৮টি, কংগ্রেস ২টি, বাকি ২২টি পেয়েছে তৃণমূল কংগ্রেস। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি পেয়েছিল মাত্র দুটি আসন, সে জায়গায় বিজেপির এই অভূতপূর্ব অগ্রগতি দেখে রাজ্যের অন্য সব রাজনৈতিক দলই হতবাক।