Monday, November 17, 2025
দেশ

‘সুপ্রিম কোর্টের প্রতি কৃতজ্ঞ, এটা দেশবাসীর জয়’, জামিন পেয়ে বললেন অর্ণব গোস্বামী

মুম্বাই: বুধবার রিপাবলিক টিভির প্রধান সম্পাদক অর্ণব গোস্বামীর অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট। আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলায় এক সপ্তাহ আগে গ্রেফতার করা হয় তাঁকে। অর্ণবের পাশাপাশি, ওই মামলায় অভিযুক্ত অন্য দু’জনেরও জামিন মঞ্জুর করেছে শীর্ষ আদালত।

জামিনে মুক্ত হয়ে বুধবার সন্ধ্যায় মু্ম্বাইয়ের তলোজা জেল থেকে বেরিয়ে ভিকট্রি সাইন দেখান অর্ণব। হুডখোলা গাড়িতে চেপে যান তিনি। পরে হুডখোলা গাড়িতে দাঁড়িয়ে বলেন, সুপ্রিম কোর্টের প্রতি কৃতজ্ঞ। এই জয় দেশবাসীর জয়। বন্দেমাতরম। ভারত মাতা কি জয়।

হুডখোলা গাড়িতে অর্ণব গোস্বামী

বুধবার অর্ণবের অন্তর্বর্তীকালীন জামিন মামলার শুনানিতে বম্বে হাইকোর্টের নির্দেশে অসন্তোষ প্রকাশ করে সুপ্রিম কোর্ট। একাধিক প্রশ্নের মুখে পড়তে হয়েছে মহারাষ্ট্র সরকারকে। কোন যুক্তিতে অর্ণব গোস্বামীর বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার মামলা দায়ের করা হয়েছে? তা নিয়ে প্রশ্ন তোলা হয়।

এছাড়া ব্যাক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ নিয়ে হাইকোর্টের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়। সুপ্রিম কোর্টের মতে, এই মামলায় হস্তক্ষেপ না করার অর্থ- আমরা ধ্বংসের পথে এগিয়ে চলেছি।