Thursday, November 13, 2025
রাজ্য​

‘জলকামানে রাসায়নিক রং ব্যবহার করেছে পুলিশ’, কেন্দ্রীয় তদন্তের দাবি বিজেপির

কলকাতা: বিজেপির নবান্ন চলে অভিযানে চলে লাঠিচার্জ, কাঁদানে গ্যাসের শেলও ফাটানো হয়। মিছিলকে ছত্রভঙ্গ করতে নীল রঙের জল স্প্রে করা হয়। যা নিয়ে মারাত্মক অভিযোগ তুলল বিজেপি৷ রাসায়নিক মেশানো রঙিন তরল ছুড়েছে পুলিশ, অভিযোগ বিজেপি সাংসদ তথা যুব মোর্চার কেন্দ্রীয় সভাপতি তেজস্বী সূর্যের। এই নিয়ে কেন্দ্রীয় তদন্তের দাবি জানাবেন বলেও জানান তিনি৷

পাশাপাশি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিলেন তেজস্বী সূর্য। রাজ্য পুলিশেরও তুমুল সমালোচনা করেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘গুন্ডা’ বলে সম্মোধন করে তেজস্বী সূর্য বলেন, পশ্চিমবঙ্গের যুব সমাজ তার মতো দুর্নীতিগ্রস্ত নেতাকে অনুসরণ করবে না।

তেজস্বী সূর্য বলেন, মমতার হাতের পুতুলে পরিণত হয়েছে বাংলার পুলিশ৷ গণতান্ত্রিক আন্দোলনে লাঠি চালায় বাংলার পুলিশ৷ জলকামানে রাসায়নিক ব্যবহার করা হয়েছে৷ এভাবে কোথাও জলকামানে রং ব্যবহার হয় না৷ রঙের তরল ব্যবহার নিয়ে কেন্দ্রের কাছে তদন্তের দাবি জানাবো।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গে এই প্রথম কোনও বিক্ষোভ কর্মসূচি সামলাতে জলকামান থেকে রঙিন জল স্প্রে করল পুলিশ। এর আগে রাজধানী দিল্লির একটি বিক্ষোভে পুলিশকে রঙিন জল স্প্রে করতে দেখা গিয়েছিল। বাংলাদেশের রাজধানী ঢাকাতেও একটি বিক্ষোভ মিছিলে রঙিন জল ছুড়েছিল পুলিশ। তবে এই প্রথমবার পশ্চিমবঙ্গে রঙিন জল স্প্রে করল পুলিশ।

তেজস্বী সূর্য তৃণমূলের পদক্ষেপকে বাংলার রাজনৈতিক ইতিহাসে কালো দিন হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, দিনের আলোয় প্রকাশ্যে গণতন্ত্র হত্যা করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে, এদিন বিকালে এক সাংবাদিক বৈঠকে পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বিক্ষোভ কর্মসূচি সামলাতে যে নীল জল স্প্রে করা হয়েছে তা নেহাতই দোলের রং।