এবার জলপথে চিনকে কড়া বার্তা দিল ভারতীয় নৌসেনা
নয়াদিল্লি: লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার চিনকে এক ইঞ্চি জমিও ছাড় দিতে রাজি নয় ভারতীয় সেনা জওয়ানরা। জলপথেও এবার চিনকে কড়া বার্তা দিল ভারতীয় নৌসেনা। বৃহস্পতিবার এক উচ্চপদস্ত অফিসার জানান, ভারতীয় নৌবাহিনী পিপলস লিবারেশন আর্মির নৌবাহিনীকে ভয় দেখিয়ে পিছু হটিয়ে কঠোর বার্তা দিয়েছে।
সাউদার্ন নাভাল কমান্ডার কমান্ডিং-ইন-চিফ ভাইস অ্যাডমিরাল অনিল কুমার চাওলা বলেন, নৌবাহিনী জলপথেও যোগ্য জবাব দিয়েছে। বাহিনী নিশ্চুপে এই কাজ করেছে। কেউ জানে না কি হয়েছিল। কেবলমাত্র যারা জাহাজে ছিল তাঁরাই জানতো। নৌবাহিনী এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। চিনকে বুঝিয়ে দিয়েছে স্থলপথে হোক বা জলপথে ভারতের সঙ্গে পেরে ওঠা সহজ নয়।
অনিল চাওলা জানান, জলপথে শক্তিবৃদ্ধি করতে প্রতিনিয়ত সেনাবাহিনী, সেনা শক্তি, ক্ষমতা বাড়াচ্ছে ভারত। আগামী বছরের শেষের দিকে কিংবা ২০২২ সালের শুরুতে আইএন বিক্রম ভারতের শক্তিশালী এয়ার ক্র্যাফট কেরিয়ারও প্রস্তুত হয়ে যাবে।
সম্প্রতি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কাছে আইএনএস রণবীজয় থেকে সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়ে শক্তি পরীক্ষা করেছে ভারতীয় নৌসেনা। ৩০০ কিলোমিটারের দূরে উড়ে গেল ডিআরডিও-র তৈরি ক্ষেপণাস্ত্র। ডিআরডিও-র তৈরি ব্রাহ্মোস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র জলে থাকা লক্ষ্যবস্তুকেও ধ্বংস করে দিতে পারে।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

