Thursday, November 13, 2025
রাজ্য​

৭০-৮০ জন মুসলিম প্রার্থী, মুসলিমদের চাকরিতে সংরক্ষণের দাবি ত্বহা সিদ্দিকির

কলকাতা: মঙ্গলবার নবান্নে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে একাধিক দাবিদাওয়া পেশ করলেন ফুরফুরা শরিফের পীরজাদা ত্বহা সিদ্দিকি। প্রায় ৩০ মিনিট বৈঠক হয় মমতা-সিদ্দিকির। মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি জমা দিয়েছেন তিনি। আসন্ন বিধানসভা ভোটের আগে মমতা-ত্বহা বৈঠক ঘিরে জল্পনা শুরু হয়েছে।

সুত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সাক্ষাতে আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূলের তরফ থেকে ৭০-৮০ জন মুসলিম প্রার্থী করার আবেদন জানিয়েছেন ত্বহা সিদ্দিকি। এছাড়া মুসলিমদের চাকরিতে সংরক্ষণ দেওয়ারও দাবি জানানো হয়েছে। এছাড়া দাবিপত্রে ফুরফুরা শরিফে পীর আবুবক্কার সিদ্দিকির নামে বিশ্ববিদ্যালয় গড়ার দাবি জানানো হয়েছে।

সিদ্দিকির দাবি, হাসপাতাল তৈরি হলেও তা চালু হয়নি। পানীয় জল পৌঁছনোর কাজ দ্রুত সম্পন্ন করতে হবে। পাশাপাশি, হাইড্রেনেজের ব্যবস্থা, শাইনএজ গেট নির্মাণ ইত্যাদি।

আসন্ন বিধানসভা ভোটে রাজ্যের সংখ্যালঘু ভোট কোন দিকে পড়বে? তা নিয়ে জল্পনা এখন তুঙ্গে। বিধানসভা ভোটে বাংলায় প্রার্থী দেওয়ার ঘোষণা করেছে মিম। তারপরই সংখ্যালঘু ভোট কোন দিকে পড়বে? তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। ত্বহা সিদ্দিকি সংখ্যালঘু ভোটের ক্ষেত্রে একটা বড় ফ্যাক্টর। তাই মমতা-ত্বহা বৈঠক প্রাসঙ্গিক হয়ে উঠেছে। ত্বহা সিদ্দিকি নিজে এলেন নাকি তাঁকে মুখ্যমন্ত্রী ডেকে পাঠিয়েছেন, তাও জানা যায়নি।