খুলছে কালীঘাট মন্দির, ষষ্ঠী থেকে দশমী গর্ভগৃহে প্রবেশ করতে পারবেন
কলকাতা: করোনা মোকাবিলায় বন্ধ রাখা হয় কালীঘাট মন্দির। লকডাউনের পর গত ১ জুলাই ভক্তদের জন্য খুলে দেওয়া হয়েছিল মন্দিরের দরজা। তবে ভক্তদের গর্ভগৃহে প্রবেশের অনুমতি ছিল না। সুরক্ষা বিধি মেনে ষষ্ঠী থেকে দশমী গর্ভগৃহে প্রবেশের অনুমতি দিচ্ছে মন্দির কর্তৃপক্ষ।
কালীঘাট মন্দির কর্তৃপক্ষ সূত্রে খবর, ষষ্ঠী থেকে দশমী ভক্তদের জন্য খোলা থাকবে মন্দিরের গর্ভগৃহ। ওই ক’দিন প্রথম দফায় সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত গর্ভগৃহ খোলা থাকবে। দ্বিতীয় দফায় বিকাল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত খোলা থাকবে গর্ভগৃহ।
মন্দির কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে, মন্দিরের ২ নম্বর গেট দিয়ে ৬ ফুট দূরত্ব রেখে ভক্তরা গর্ভগৃহে যেতে পারবেন। নাটমন্দির থেকে প্রতিমা দর্শন করতে হলে ৫ নম্বর গেট দিয়ে ঢুকতে হবে। ভিড় এড়াতে ভিন্ন ভিন্ন গেট দিয়ে প্রবেশের অনুমতি দিয়েছে মন্দির কর্তৃপক্ষ।
কালীঘাট মন্দির খুললেও বেলুড়মঠের দরজা বন্ধ রাখা হয়েছে। করোনা আবহে কুমারী পুজো থেকে সন্ধিপুজোর আরতি সবই দেখতে পারবেন অনলাইনে।


