প্রচণ্ড শীতের মধ্যে ভোর ৪ টায় কেদারনাথ মন্দির দর্শন যোগীর
কেদারনাথ: তুষারে ঢেকে গেছে কেদারনাথ ধাম। তুষারপাতের কারণে কেদারনাথে প্রচণ্ড শীত। ১৬ নভেম্বর, সোমবার সকাল সাড়ে ৮ টায় শাটডাউন হবে। কেদারনাথের দরজা বন্ধ হওয়ার আগে ভোর ৪ টা নাগাদ বাবা কেদারনাথের দর্শনে যান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সকাল ৬ টায় কেদারনাথ লিঙ্গকে সমাধি অর্পণ করেন যোগীজি।
মুখ্যমন্ত্রীর নির্দেশে উত্তরপ্রদেশ পর্যটন দফতরের তরফে চামোলি জেলার তহসিল জোশীমঠে অবস্থিত শ্রীবিদ্রিনাথ ধামে এক একর জমিতে একটি ৪০ কক্ষের পর্যটন আবাসন তৈরি করা হচ্ছে। এবারের কর্মসূচিতে এটির উদ্বোধন করবেন যোগী আদিত্যনাথ।
এই পর্যটন আবাসন তৈরি করতে খরচ হচ্ছে প্রায় ১১ কোটি টাকা। এটিতে রেস্তোঁরা, কনফারেন্স হল, ডরমেটরি এবং পার্কিং থাকবে। এই ভবনটি গড়ওয়াল (উত্তরাখণ্ড) স্টাইলের আর্কিটেকচার এবং গ্রিন বিল্ডিং হিসাবে নির্মিত হচ্ছে।
আগামী প্রায় দুই বছরের মধ্যে এটি প্রস্তুত করা হবে। এই আবাসনে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ-সহ দেশের বিভিন্ন রাজ্য এবং বিদেশ থেকে আগত পর্যটকরা থাকতে পারবেন।


